বিজেপির 'বিভীষণ'দের সঙ্গে বৈঠক মমতার
দিল্লিতে আজ সনিয়া-মমতা বৈঠক। তার আগে তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করলেন বিজেপির বিক্ষুব্ধ নেতারা।
নিজস্ব প্রতিবেদন: বিরোধী দলগুলি তো সঙ্গে রয়েছে, এবার বিজেপির 'ঘর শত্রু'দের সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নয়াদিল্লিতে মমতার সঙ্গে বৈঠক করলেন অরুণ শৌরি, যশবন্ত সিনহা ও শত্রুঘ্ন সিনহারা। বৈঠকের পর অরুণ শৌরি বলেন, মোদীর মোকাবিলায় একের বিরুদ্ধে এক লড়াই করতে হবে।
মঙ্গলবারই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বাজপেয়ীর পাশে ছিলেন তিনি। তবে বর্তমান নেতৃত্বকে নিয়ে বিজেপির মধ্যেই রয়েছে উষ্মা। উল্লেখ্য, বাজপেয়ীর জমানায় গুরুত্বপূর্ণ ভূমিকা সামলেছেন যশবন্তরা। তবে মোদী-শাহের বিজেপিতে তাঁরা এখন কোণঠাসা। এর মধ্যে সরাসরি মোদীর বিরুদ্ধে তোপ দেগেছেন বিহারিবাবু শত্রুঘ্ন। এদিকে, রাজনৈতিক মহলের মতে, ২০১৯ সালের বিজেপিকে ঠেকাতে সব বিকল্পেরই খোঁজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে, বিজেপির মোদী বিরোধী অংশকেও পাশে নিতে চাইছেন তিনি।
Mamata Banerjee met Arun Shourie, Shatrughan Sinha and Yashwant Sinha in #Delhi; TMC MP Derek O'Brien also present. pic.twitter.com/4bo1L1Qys1
— ANI (@ANI) March 28, 2018
বৈঠকের পর অরুণ শৌরি বলেন, ''মোদীর মোকাবিলায় একের বিরুদ্ধে এক লড়াই দরকার। মোদী সরকার নীতি পঙ্গুত্বে ভুগছে। উত্পাদন ও টেলিকম ক্ষেত্র পঙ্গুত্বের শিকার। সরকারের উপরে নিয়ন্ত্রণ হারিয়েছেন মোদী। বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে খালি ফিতে কাটছেন তিনি। ইভেন্ট ম্যানেজার হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী।''
আরও পড়ুন- আসানসোল-রানিগঞ্জ সংঘর্ষে বিজেপিকে কাঠগড়ায় তুললেন পার্থ চট্টোপাধ্যায়
এদিন আবার সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকেও নিশ্চিতভাবে ২০১৯-এ বিজেপিকে রোখার বিষয়েই আলোচনা করবেন দুই নেত্রী, এমনটাই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা।