Manipur Violence: 'এই বর্বর কাজ মানবতার লজ্জা’, মণিপুর ইস্যুতে ট্যুইট মমতার

কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং দলের অন্যতম সদস্য সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, মণিপুরের বর্তমান অবস্থা ভয়াবহ। ওখানে যে অত্যাচার হয়েছে, যে নৃশংসতা, যে ভয়াবহতা ,এটা ভাবা যায় না যে কোন সভ্য সমাজে হতে পারে। 

Updated By: Jul 20, 2023, 04:49 PM IST
Manipur Violence: 'এই বর্বর কাজ মানবতার লজ্জা’, মণিপুর ইস্যুতে ট্যুইট মমতার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার সকালে মণিপুর ইস্যুতে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতদিন পরে এই বিষয়ে নিজের বক্তব্য রাখায় সমালোচনার শিকার হয়েছেন তিনি। অন্যদিকে বৃহস্পতিবার সকালে এই বিষয়ে ট্যুইট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার এই একই ঘটনায় মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দুপুরে ট্যুইট করে জানিয়েছেন, ‘মণিপুরের ভয়ঙ্কর ভিডিয়োটি যেখানে একটি উন্মত্ত জনতার দল দুই মহিলার সঙ্গে নির্মম আচরণ করেছে তা দেখে হৃদয় ভেঙে যায়’।

আরও পড়ুন: Ram Rahim gets Parole: গত আড়াই বছরে ৭ বার, ফের প্যারোলে মুক্ত খুন ও ধর্ষণে সাজাপ্রাপ্ত রাম রহিম

তিনি আরও লিখেছেন, ‘প্রান্তিক নারীদের উপর যে হিংসা চালানো হয় তা প্রত্যক্ষ করার বেদনা ও যন্ত্রণা কোনও শব্দে প্রকাশ করা যায় না। এই বর্বর কাজ মানবতার লজ্জা’।

এই ট্যুইটে তিনি লিখেছেন, ‘দুর্বৃত্তদের এই ধরনের অমানবিক কর্মকাণ্ডের নিন্দা ও ভুক্তভোগীদের বিচারের জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে লড়তে হবে’।

 

অন্যদিকে বৃহস্পতিবার সকালেই কলকাতায় ফিরে এসেছে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং দলের অন্যতম সদস্য সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, মণিপুরের বর্তমান অবস্থা ভয়াবহ। ওখানে যে অত্যাচার হয়েছে, যে নৃশংসতা, যে ভয়াবহতা ,এটা ভাবা যায় না যে কোন সভ্য সমাজে হতে পারে। এটা হতে দিয়েছে, ওখানকার শুধু রাজ্য সরকার নয় কেন্দ্রের সরকার সমানভাবে দায়ী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকজন সাংসদকে পাঠিয়েছিলেন বলে আমরা দেখতে পেলাম কী ঘটনা সেখানে ঘটেছে। নেত্রী যেতে চেয়েছিলেন জুন মাসে তাকে অনুমতি দেওয়া হয়নি।

আরও পড়ুন: 'জন্তু-জানোয়ারের মানুষকে ঘরে ঠেসে রাখা হয়েছে', মণিপুর নিয়ে জানালেন তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং দল

মনিপুরের সব বিধ্বস্ত অঞ্চলে তারা যেতে পেরেছেন কিনা সেই প্রসঙ্গে যদিও সাংসদ বলেন, মোটামুটি সব জায়গায় আমরা গিয়েছি। ইম্ফলে নেমে হেলিকপ্টারে করে পাহাড়ে গিয়েছি। যে দুর্গম অঞ্চলে জনজাতি গোষ্ঠী তারা বলছে, আমরা অত্যাচারিত। আবার সমতলে যারা রয়েছে, তারা বলছে আমরা অত্যাচারিত। কিন্তু ঘটনা হচ্ছে দুই তরফে আহত মানুষ রয়েছে, নিহত মানুষ রয়েছে, ঘরছাড়া মানুষ রয়েছে। এটা সরকারের দেখা উচিত ছিল। রাষ্ট্র নেতা সবার। কোনও রাজনৈতিক দলের না। কেন্দ্রীয় সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ।  এত ব্যর্থ কেন্দ্রীয় সরকার ভারতবর্ষ অনেকদিন দেখিনি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.