রাজধানীতে জমজমাট ইফতার রাজনীতি, সোনিয়ার পর কেজরিওয়ালের আমন্ত্রণে সাড়া মমতার

বাদল অধিবেশনের আগে জমজমাট ইফতার রাজনীতি। সোনিয়ার পর অরবিন্দ কেজরিওয়াল। ইফতার পার্টিতে মমতা  বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেন আরও এক পার্টি প্রধান। আমন্ত্রণ গ্রহণ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। রবিবার কেজরিওয়ালের ইফতারে যোগ দেবেন তাঁর প্রতিনিধি।

Updated By: Jul 11, 2015, 03:45 PM IST
রাজধানীতে জমজমাট ইফতার রাজনীতি, সোনিয়ার পর কেজরিওয়ালের আমন্ত্রণে সাড়া মমতার

ব্যুরো: বাদল অধিবেশনের আগে জমজমাট ইফতার রাজনীতি। সোনিয়ার পর অরবিন্দ কেজরিওয়াল। ইফতার পার্টিতে মমতা  বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেন আরও এক পার্টি প্রধান। আমন্ত্রণ গ্রহণ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। রবিবার কেজরিওয়ালের ইফতারে যোগ দেবেন তাঁর প্রতিনিধি।

বিশেষজ্ঞদের মতে, সংসদের বাদল অধিবেশনের আগে রাজনৈতিক দলগুলির ইফতার পার্টির অন্য তাত্‍পর্যও রয়েছে। কোণঠাসা মোদী সরকারকে চেপে ধরতে সংসদে বিরোধী ঐক্য চান কংগ্রেস সভানেত্রী। তেরোই জুলাইয়ের ইফতারে একাধিক বিরোধী দলকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। তেমনই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ইফতারে, সৌজন্যের আড়ালে কোন সমীকরণ গড়ে ওঠে তা জানতে কৌতুহলী রাজনৈতিক মহল।  

গতকালই সোনিয়া গান্ধীর ইফতার আমন্ত্রণ গ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী তেরোই জুলাই দিল্লিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রতিনিধি পাঠাবেন বলে  নবান্ন সূত্রে খবর।

.