আরও সহজে ভোটার কার্ড, আধার কার্ড ও প্যান কার্ড বানান

এখন যে কোনও কিছুর জন্যই ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড থাকা খুবই জরুরি। তবে যাঁদের এখনও পর্যন্ত ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড নেই, তাঁদের জন্য সুখবর। এবার এই সমস্ত জরুরি তথ্য তৈরি করা খুবই সোজা।

Updated By: Sep 14, 2016, 05:08 PM IST
আরও সহজে ভোটার কার্ড, আধার কার্ড ও প্যান কার্ড বানান

ওয়েব ডেস্ক: এখন যে কোনও কিছুর জন্যই ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড থাকা খুবই জরুরি। তবে যাঁদের এখনও পর্যন্ত ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড নেই, তাঁদের জন্য সুখবর। এবার এই সমস্ত জরুরি তথ্য তৈরি করা খুবই সোজা।

জানুন সহজে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড তৈরি করার জন্য কী করবেন-

Common Services Centers (CSCs)-এর ওয়েবসাইটে যান। ওয়েবসাইটে যে কার্ডের ফর্মের জন্য যা চার্জ লাগবে তা আপনাকে প্রদান করতে হবে। এখান থেকে আপনি রঙিন ভোটার কার্ডও তৈরি করতে পারবেন। প্যান কার্ডের জন্য আপনাকে ১০৭ টাকা দিতে হবে। ২০ থেকে ৩০ টাকা লাগবে আধার কার্ডের জন্য।

শুধু ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডই নয়, এখান থেকে আপনি পাসপোর্টও তৈরি করতে পারবেন। পাসপোর্ট তৈরির জন্য ফর্ম আপনি এখানেই ফিলআপ করতে পারবেন। Common Services Centers (CSCs)-এর সুবিধা পাওয়ার জন্য আপনাকে মাত্র ১০০ টাকা খরচ করতে হবে।

.