বয়ফ্রেন্ড থেকে দূরে থাক; শ্লীলতাহানি বন্ধ হবে, কলেজ ছাত্রীদের পরামর্শ বিজেপি বিধায়কের
কে এই পি এল শাকিয়া? ইনিই সেই বিধায়ক যিনি বিরাট কোহলি দেশের বাইরে গিয়ে বিয়ে করায় তাঁকে দেশবিরোধী বলেছিলেন
নিজস্ব প্রতিবেদন: ছাত্রীদের শ্লীলতাহানির হাত থেকে বাঁচার রাস্তা বাতলে দিলেন মধ্য প্রদেশের এক বিজেপি বিধায়ক। তাঁর মতে মেয়েরা বয়ফ্রেন্ড না থাকলে কোনও সমস্যা নেই। থাকলেই শ্লীলতাহানি হবে। এমনই মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক পি এল শাকিয়া।
মধ্যপ্রদেশের গুনায় একটি কলেজের অনুষ্ঠানে গিয়ে শাকিয়া মন্তব্য করেন, ‘মেয়েদের কেন বয়ফ্রেন্ড থাকবে? ওরা যদি বয়ফ্রেন্ড বানানো বন্ধ করে তাহলে ওদের শ্রীলতাহানি বন্ধ হয়ে যাবে। সম্প্রতি একটি টিভি চ্যানেলও এনিয়ে প্রশ্ন করেছিল। সেখানেও এই কথাই বলেছি।’
Hamare desh mein mahilaon ki pooja 4 baar hoti hai hum kaise maan lein ki atyachaar ho raha hai? Aankde kuch bhi batate hain. Us kram mein humne kaha ki paashchatya sanskriti se door rehna chahiye. Na girlfriend banana chahiye na boyfriend: PL Shakya, BJP Guna MLA #MadhyaPradesh pic.twitter.com/0ocueNbZ1m
— ANI (@ANI) March 25, 2018
অারও পড়ুন-'কেমব্রিজ অ্যানালিটিকার' পর 'নমো অ্যাপ', রাহুল-বিজেপি তরজা তুঙ্গে
কে এই পি এল শাকিয়া? ইনিই সেই বিধায়ক যিনি বিরাট কোহলি দেশের বাইরে গিয়ে বিয়ে করায় তাঁকে দেশবিরোধী বলেছিলেন। কলেজে তাঁর বক্তৃতায় ছেলেদেরও গার্লফেন্ড যোগাড় করতে নিষেধ করেন শাকিয়া। কারণ এসব পশ্চিমী সংস্কৃতি। বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড কিছুই চলবে না এদেশে।