অহিংসার সন্ধানে অশান্ত বিশ্ব পালন করছে মহাত্মা গান্ধীর জন্ম বার্ষিকী
মহাত্মা গান্ধীর জন্ম বার্ষিকীতে দেশবাসীকে শান্তি বজায় রাখার আহ্বান জানালেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
ওয়েব ডেস্ক: মহাত্মা গান্ধীর জন্ম বার্ষিকীতে দেশবাসীকে শান্তি বজায় রাখার আহ্বান জানালেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
আজ সকালেই রাজঘাটে গান্ধীজির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। জাতির জনককে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সুপ্রিমো সনিয়া গান্ধী, লালকৃষ্ণ আডবানী, শীলা দিক্ষিত, সিদ্ধার্থনাথ সিং সহ বহু বিশিষ্ট জন। রাজঘাটে প্রতিবারের মত এবারও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
ভারতের সঙ্গেই আজ সারা বিশ্ব পালন হচ্ছে গান্ধিজীর ১২৭ তম জন্মদিন। তাঁর আদর্শ আজ বিশ্বের কাছে সবথেকে বেশি গ্রহনযোগ্য হয়ে উঠেছে। অহিংস আন্দোলনের কাণ্ডারির কয়েকটি নীতি তুলে ধরা হল।
১) নিজে পরিবর্তন হয়, দেখবে পৃথিবী পরিবর্তন হয়ে গেছে।
২)কয়েক টন ব্যক্তিত্বের থেকে এক আউন্স ধৈর্য অনেক দামি
৩)পশুদের প্রতি ভাল-মন্দ ব্যবহারে পরিচয় পাওয়া যায় সেই দেশের চরিত্র
৪) তুমি কী ভাবো, কী বলো, কী করো যখন এক সূত্রে বাঁধা থাকে তখন তুমি সবথেকে সুখী।
৫) দুর্বলতা ক্ষমা করা যায় না। ক্ষমা দৃঢ়তার পরিচয়।
৬)চোখের বদলে চোখ গোটা বিশ্বকে অন্ধ করে দিতে পারে।
৭) মানবতা ওপর বিশ্বাস হারিয়ো না। মানবতা সমুদ্রের মতো। কয়েক ফোঁটা নোংরা পড়লে সমুদ্র যেমন নোংরা হয় না, মানবাতও তাই।
৮) মানুষের ভিতর ভালোটা দেখো এবং তাদেরকে সাহায্য করো।
৯) প্রতিদিন কিছু শেখো, প্রতিদিন পরিণত হও।
১০) লক্ষ্যে পৌঁছনোর চেষ্টার মধ্যে সম্মান আছে, শুধু লক্ষ্যে পৌঁছনোর মধ্যে নয়।