মহারাষ্ট্রের গ্রামে নাইটি পরে ঘরের বাইরে বের হলে দিতে হবে জরিমানা
ধর্ষণ ও শ্লীলতাহানি রুখতে মহারাষ্ট্রের গোথিভাবলি গ্রামে জারি হল নিদান। কোনও মহিলা নাইটি অথবা ম্যাক্সি পরে রাস্তায় বেরোলে তাঁকে দিতে হবে ৫০০ টাকা জরিমানা। অবাক করা কথা হল এই নিদান জারি করেছেন মহিলারাই।
ওয়েব ডেস্ক: ধর্ষণ ও শ্লীলতাহানি রুখতে মহারাষ্ট্রের গোথিভাবলি গ্রামে জারি হল নিদান। কোনও মহিলা নাইটি অথবা ম্যাক্সি পরে রাস্তায় বেরোলে তাঁকে দিতে হবে ৫০০ টাকা জরিমানা। অবাক করা কথা হল এই নিদান জারি করেছেন মহিলারাই।
স্থানীয় মহিলাদের নিয়ে তৈরি হওয়া সংগঠন মহিলা মণ্ডলের এই নির্দেশ নিয়ে তৈরি হয়েছে জোর বিতর্ক। একেবারে নোটিশ বোর্ড টাঙিয়ে এই নির্দেশের কথা গ্রামের সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। বিতর্কের পর অবশ্য পুলিস হস্তক্ষেপ করেছে। পুলিসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এমন নির্দেশ জারি করার আইনত অধিকার কারও নেই।
এই মহিলা সংগঠনের এক সদস্য লক্ষ্মী প্যাটেল জানান, মহিলাদের ওপর অপরাধ, অত্যাচার বাড়ার পিছনে পোশাক বড় ভূমিকা নিচ্ছে। মেয়েরা নাইটি পরলে বেশ খারাপ দেখায় তাই এখন থেকে নাইটি পরা নিষিদ্ধ করা হল গ্রামে।