গড়করিকে মুখ্যমন্ত্রী চাইছে মহারাষ্ট্র বিজেপি

মহারাষ্ট্রের সরকার গঠনের আলোচনা দীপাবলি পর্যন্ত স্থগিত রেখেছে। এরমধ্যেই নতুন জল্পনা শুরু হয়ে গিয়েছে মাহারাষ্ট্রারের রাজনীতির অলিন্দে। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়করিকে রাজ্যে ফিরিয়ে আনতে চায় বিজেপি। মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর নাম কেন্দ্রীয় কমিটির কাছে প্রস্তাব রাখতে চলেছে বিজেপি রাজ্য নেতৃত্ব।

Updated By: Oct 21, 2014, 09:14 PM IST
 গড়করিকে মুখ্যমন্ত্রী চাইছে মহারাষ্ট্র বিজেপি

মুম্বই: মহারাষ্ট্রের সরকার গঠনের আলোচনা দীপাবলি পর্যন্ত স্থগিত রেখেছে। এরমধ্যেই নতুন জল্পনা শুরু হয়ে গিয়েছে মাহারাষ্ট্রারের রাজনীতির অলিন্দে। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়করিকে রাজ্যে ফিরিয়ে আনতে চায় বিজেপি। মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর নাম কেন্দ্রীয় কমিটির কাছে প্রস্তাব রাখতে চলেছে বিজেপি রাজ্য নেতৃত্ব।

বিজেপির বিধায়ক ও প্রাক্তন রাজ্য সভাপতি সুধীর মুঙ্গাতিওয়ার সহ অন্যান্য রাজ্য নেতৃত্ব চাইছেন গড়করিই মুখ্যমন্ত্রী হোন।  তিনি নিজে গড়করিকে অনুরোধ করবেন বলে জানিয়েছেন সুধীর।  দিল্লির  হাওয়ায় বেশ খুশিই আছেন গড়করি, ফলে মহারাষ্ট্রের রাজনীতিতে ফেরার কোনও ইচ্ছেই তাঁর নেই। একথা আগেই জানিয়েদিয়েছিলেন গড়করি, ""আমি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে নেই।''

গতকাল গড়করি-অমিত শাহ বৈঠক জল্পনা তৈরি করে, কেন্দ্রীয় মন্ত্রীকে মুখ্যমন্ত্রীর আসনে বসাতেই এই সাক্ষাৎ। পরে অবশ্য দলীয় সুত্রে এই খবর খণ্ডন করা হয়। প্রথমটাই মহারাষ্ট্রের বিজেপি সভাপতি দেবেন্দ্র ফডনাবিসের নাম উঠে আসে মুখ্যমন্ত্রী হিসাবে। কিন্তু দলীয় শীর্ষ নেতাদের খানিকটা মতানৈক্যের জেরে তাঁর নাম পেছনে পরেযায়।

 

.