রণেভঙ্গ বিজেপির, বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহারাষ্ট্র বিধানসভার স্পিকার নির্বাচিত জোটের প্রার্থী

রবিবার সকাল দশটার আগেই নিজেদের প্রার্থী প্রত্যাহার করে নেয় বিজেপি

Updated By: Dec 1, 2019, 12:14 PM IST
রণেভঙ্গ বিজেপির, বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহারাষ্ট্র বিধানসভার স্পিকার নির্বাচিত জোটের প্রার্থী

নিজস্ব প্রতিবেদন: সরকার গঠনে ব্যর্থ হওয়ার পর এবার মহারাষ্ট্র বিধানসভা স্পিকার নির্বাচনেও রণেভঙ্গ দিল বিজেপি।

শনিবার নিজের প্রার্থীপদ প্রত্যাহার করে নিলেন বিজেপির প্রার্থী কিষাণ কাথোরে।  এর ফলে সাফ হয়ে গেল শিবসেনা-এনসিপি-কংগ্রেস প্রার্থী নানা পাতোলের স্পিকার হওয়ার রাস্তা । অর্থাত্ বিনা লড়াইয়েই মহারাষ্ট্র বিধানসভায় স্পিকার নির্বাচিত হলেন পাতোলে।

আরও পড়ুন-মার্কিন যুক্তরাষ্ট্রের ডাকোটায় ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, নিহত কমপক্ষে ৯

রবিবার সকাল দশটার আগেই নিজেদের প্রার্থী প্রত্যাহার করে নেয় বিজেপি। তাদের দাবি, মহারাষ্ট্র বিধানসভার এতদিনের রীতি ধরে রাখতেই প্রার্থী প্রত্যাহার করা হল। কী সেই রীতি? বরাবর বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই স্পিকার নির্বাচন হয়ে আসছে মহারাষ্ট্র বিধানসভায়। বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাটিল এনিয়ে বলেন, বিধানসভার মর্যাদা অক্ষুন্ন রাখতে আমাদের প্রার্থী কিষাণ কাথোরের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে রীতিমাফিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারবেন স্পিকার।

এদিন বিজেপি প্রার্থীপদ তুলে নেওয়ার ঘোষণা করার পর এনসিপি নেতা ছগন ভুজবল বলেন, স্পিকার নির্বাচনের জন্য প্রার্থী দিয়েছিল বিজেপি। কিন্তু অন্য বিধায়করা অনুরোধ করায় প্রার্থী তুলে নেয় তারা।  এখন বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই স্পিকার নির্বাচিত হতে পারবেন।

আরও পড়ুন-রবিবার স্বাস্থ্য পরীক্ষা, সকাল থেকে সারাদিন বন্ধ উল্টোডাঙ্গা উড়ালপুল

উল্লেখ্য, স্পিকার নির্বাচনের জন্য বিধানসভায় যৌথ অধিবেশ ডাকেন প্রোটেম স্পিকার দিলীপ ওয়ালসে পাটিল। ভোটাভুটির সময় দেওয়া হয়েছিল দশটা। কিন্তু তার আগেই প্রার্থী তুলে নেয় বিজেপি।

কে এই নানা পাতোলে? বিজেপির এই নেতা লোকসভা নির্বাচনের আগে দল ত্যাগ করে কংগ্রেসে যোগ যোগ দেন পাতোলে। শুধু তাই নয় নাগপুরে প্রার্থী হন নীতীন গডগড়ির বিরুদ্ধে।  অন্যদিকে, চারবারের বিধায়ক কিষাণ কাথোরেকে প্রার্থী করে বিজেপি।

.