ম্যাগিতে রয়েছে ক্ষতিকারক সিসা, মেনে নিল নেসলে, ফের মহা বিপাকে সংস্থা
২০১৫ সালে নেসলের বিরুদ্ধে ক্রেতাসুরক্ষা আইন ভঙ্গের অভিযোগে ৬৪০ কোটি টাকা জরিমানা করেছিল ক্রেতাসুরক্ষা দফতর। অভিযোগ ছিল ম্যাগির মোড়কে ভুল তথ্যের উল্লেখ করেছিল নেসলে। এদিন আদালতে নেসলের আইনজীবী স্বীকার করে নেন, ম্যাগিতে ক্ষতিকারক সিসা ছিল।
নিজস্ব প্রতিবেদন: সুপ্রিম কোর্টের নির্দেশে ফের বিপাকে ম্যাগি-র নির্মাতা সংস্থা নেসলে ইন্ডিয়া। বৃহস্পতিবার নেসলের বিরুদ্ধে ক্রেতাসুরক্ষা দফতরের দায়ের একটি মামলার শুনানির ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিয়েছে সর্বোচ্চ আদালত। মোড়তে ভুল তথ্যের উল্লেখ ও অনৈতিক উপায়ে বাণিজ্য করার অভিযোগে নেসলকে ৬৪০ কোটি টাকার জরিমানা করেছিল ক্রেতাসুরক্ষা দফতর। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছিল নেসলে।
২০১৫ সালে নেসলের বিরুদ্ধে ক্রেতাসুরক্ষা আইন ভঙ্গের অভিযোগে ৬৪০ কোটি টাকা জরিমানা করেছিল ক্রেতাসুরক্ষা দফতর। অভিযোগ ছিল ম্যাগির মোড়কে ভুল তথ্যের উল্লেখ করেছিল নেসলে। এদিন আদালতে নেসলের আইনজীবী স্বীকার করে নেন, ম্যাগিতে ক্ষতিকারক সিসা ছিল। তবে তা সহনসীমার মধ্যে। এর পরই মামলার শুনানির ওপর থেকে স্থগিতাদেশ তোলার নির্দেশ দেন বিচারপতি।
লিভ ইনে সম্মতির ভিত্তিতে শারীরিক সম্পর্ক ধর্ষণ নয়, জানাল সুপ্রিম কোর্ট
ক্রেতাসুরক্ষা দফতরের তরফে জানানো হয়, ম্যাগিকে একটি স্বাস্থ্যকর খাবার বলে প্রচার করত নেসলে। যা সত্য নয়। ম্যাগিতে মাত্রাতিরিক্ত সীসা ও মনোসোডিয়াম গ্লুকামেট রয়েছে। যা গোপন করে গিয়েছিল সংস্থা। এর পরই বাজার থেকে সমস্ত ম্যাগি তুলে নিতে বাধ্য হয় নেসলে।