রাজ্যে ২.৫ লাখ পশুকে ‘আধার নম্বর’ দিল শিবরাজ সিং চৌহান সরকার
আধার ধাঁচের ওই নম্বরের মধ্যে থাকবে পশুটির প্রজাতি, বয়স ও অন্যান্য বৈশিষ্ট। ওই নম্বরের সঙ্গে জুড়ে দেওয়া হবে পশুটির মালিকের আধার নম্বর
নিজস্ব প্রতিবেদন: মানুষের পাশাপাশি পশুদেরও ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর দেওয়া শুরু করল মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান সরকার। ইতিমধ্যেই রাজ্যে ২.৫ লাখ পশুকে আধার ধাঁচের একটি নম্বর দেওয়া হয়ে গিয়েছে।
দেশজুড়ে পশুদের উপরে নজর রাখতে ওই ধরনের নম্বরের ব্যবস্থা করেছে কেন্দ্র। এক্ষেত্রে প্রত্যেকটি পশুকে একটি নম্বর দি্যে দেওয়া হচ্ছে। এর জন্য তাদের কানে একটি ট্যাগ লাগিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে। মধ্যপ্রদেশে প্রায় ৯০ লাখ পশুর মধ্যে ওই ২.৫ লাখ পশুকে ওই নম্বর দেওয়া হয়েছে।
আরও পড়ুন-শহরে জল 'বিপর্যয়', মেয়র শোভনকে ফোন উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর
রাজ্য সরকারের এক আধিকারিক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, আধার ধাঁচের ওই নম্বরের মধ্যে থাকবে পশুটির প্রজাতি, বয়স ও অন্যান্য বৈশিষ্ট। ওই নম্বরের সঙ্গে জুড়ে দেওয়া হবে পশুটির মালিকের আধার নম্বর। এর ফলে ওই পশুটির অবৈধ বিক্রি রোখা যাবে বলে মনে করা হচ্ছে।