প্রবল চাপে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে গ্রেফতার কমলনাথের ভাগ্নে রাতুল

মঙ্গলবার সকালে রাতুলকে গ্রেফতার করল ইডি।

Updated By: Aug 20, 2019, 10:40 AM IST
প্রবল চাপে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে গ্রেফতার কমলনাথের ভাগ্নে রাতুল

নিজস্ব প্রতিবেদন: পালিয়ে বেড়িয়েও শেষরক্ষা হল না। অবশেষে গ্রেফতার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের ভাগ্নে রাতুল পুরী। ৩৫৪ কোটি টাকা ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে মঙ্গলবার সকালে রাতুলকে গ্রেফতার করল ইডি।

আরও পড়ুন-দেশে প্রথম; পুনে মেট্রোয় চলবে অ্যালুমিনিয়ামের হালকা কোচ, তৈরির বরাত পেল কলকাতার কোম্পানি

রাতুল পুরীর বিরুদ্ধে ওই জালিয়াতির অভিযোগ করে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া। অভিযোগ ছিল ব্যাঙ্ক থেকে বিপুল টাকা ঋণ নিয়ে তার অপব্যবহার করেছেন তত্কালীন মোজার বেয়ার-এর আধিকারিক রাতুল। শুধু তাই নয়, ভুয়ো নথি দেখিয়ে তিনি এবং মোজার বেয়ারের প্রাক্তন ৪ ডিরেক্টর ৩৫৪ কোটি টাকা ঋণ তুলে নিয়েছেন। এনিয়ে তদন্ত নামে সিবিআই। রাতুল ছাড়াও অভিযোগ করা হয় মোজার বেয়ারের ম্যানেজিং ডিরেক্টর দীপক পুরী-সহ নীতা পুরী, বিনিত শর্মা ও সঞ্জয় জৈনে বিরুদ্ধে।

রাতুল পুরীর বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। ৩৬০০ কোটি টাকার ভিভিআইপি চপার কেনায় ঘুষ নেওয়া অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

আরও পড়ুন-রাজীব গান্ধীর ৭৫তম জন্মদিনে টুইটে শ্রদ্ধা জানালেন মোদী

উল্লেখ্য, অগস্টা ওয়েস্টল্যান্ড মামলায় সোমবার তাঁকে ডেকে পাঠায় ইডি। তারপর তাঁকে ব্যাঙ্ক জালিয়াতির মামলায় গ্রেফতারের কথা জানিয়ে দেওয়া। সোমবারই দিল্লির আদালতে জানায়, তদন্তে সাহায্য করতে চাইছেন না রাতুল। তিনি পালিয়ে বেড়াচ্ছেন। তবে শনিবারই রাতুল জানান তিনি চপার মামলায় তদন্তে সহায়তা করতে প্রস্তুত।

.