প্রধানমন্ত্রী করুন রাহুলকে, বিরোধীদের ডাক করুণাপুত্র স্ট্যালিনের
করুণানিধির মূর্তির উদ্বোধন অনুষ্ঠানে চন্দ্রবাবু নাইডুও এনডিএ সরকারকে উত্খাতের ডাক দেন
নিজস্ব প্রতিবেদন: করুণানিধির মূর্তির আবরণ উন্মোচন অনুষ্ঠানে প্রস্তাবটি একপ্রকার হাওয়ায় ভাসিয়ে দিলেন করুণাপুত্র। আর তাতেই জল মেপে নিলেন এম কে স্ট্যালিন।
DMK President MK Stalin in Chennai: I propose we'll install a new Prime Minister in Delhi. I propose the candidature of Rahul Gandhi from Tamil Nadu. He has got the ability to defeat the fascist Modi govt pic.twitter.com/Is9kzzNtDk
— ANI (@ANI) December 16, 2018
Rahul Gandhi in Chennai: We aren't going to allow the destruction of the idea of India, the destructions of our institutions, the Supreme Court, the RBI, the EC. And we are going to stand together and do this (defeat BJP). #TamilNadu pic.twitter.com/PAU3kLD8pw
— ANI (@ANI) December 16, 2018
রবিবার করুণানিধির মূর্তির উদ্বোধন করেন সোনিয়া গান্ধী। এতে এনডিএ শিবিরে বিরোধী জোট একটা বার্তা দিতে পেরেছে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি স্ট্যালিন তাঁর মোক্ষম অস্ত্রটি প্রয়োগ করলেন রাহুল গান্ধীর নাম প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রস্তাব করে। এতে বিরোধী শিবিরের হাওয়া খানিকটা স্পষ্ট হয়ে গেল।
আরও পড়ুন-লালডানমাইয়ার জোড়া গোলে ষোলোর ডার্বির রঙ লাল হলুদ
স্ট্যালিন এদিন ২০১৯ লোকসভা নির্বাচনে বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে রাহুল গান্ধীর নাম প্রস্তাব করেন। এতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বিরোধী শিবিরে। তাঁর বক্তব্যে এদিন স্ট্যালিন বলেন, "মোদী সরকারের ফ্যাসিস্ত শক্তিকে পরাস্ত করার মতো ক্ষমতা রাহুল গান্ধীর রয়েছে। আসুন রাহুল গান্ধীর হাত আমরা শক্ত করি। এই দেশকে রক্ষা করি।" সোনিয়া, রাহুল, চন্দ্রবাবু ছাড়াও এদিন একই মঞ্চে ছিলেন পিনারাই বিজয়নও।
Rahul Gandhi in Chennai: While Karunanidhi Ji defended institutions of this country,today we've a govt that is attacking voice,culture,institutions of Tamil Nadu&our country. In memory of Karunanidhi Ji, all voices in India are going to get together & defeat BJP in next election pic.twitter.com/EKzUNuhpFR
— ANI (@ANI) December 16, 2018
এদিন প্রয়াগরাজে প্রধানমন্ত্রী মোদী যখন কংগ্রেস জমানাকে তুলোধনা করে উত্তরপ্রদেশে একাধিক প্রকল্পের উদ্বোধন করছেন তখন চেন্নাইয়ে শক্তি প্রদর্শন করল বিরোধীরা। করুণানিধির মূর্তির উদ্বোধন অনুষ্ঠানে চন্দ্রবাবু নাইডুও এনডিএ সরকারকে উত্খাতের ডাক দেন। উপস্থিত নেতাদের তিনি প্রশ্ন করেন, কেউ কি পরবর্তি লোকসভায় এনডিএর পাশে থাকতে চান!
আরও পড়ুন-আরামবাগে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন তৃণমূল নেতা
এদিকে, আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে রাহুল গান্ধীর নাম স্ট্যালিন প্রস্তাব করার শোরগোল উঠেছে বিরোধীদের মধ্যেই। বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার পক্ষে থাকলেও রাহুলকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করায় সায় নেই সপা, বসপা-সহ একাধিক দলের। তাদের বক্তব্য, স্ট্যালিনের ওই প্রস্তাবের এখনই কোনও অর্থ হয় না। কে প্রধানমন্ত্রী হেন তা ঠিক করা হবে লোকসভা নির্বাচনের ফলাফলের পর।
রাহুলকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব প্রসঙ্গে সিপিআই নেতা ডি রাজা বলেন, রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রীর করার প্রস্তাব দিয়েছেন স্ট্যালিন। তবে এই ইস্যুতে সব ধর্মনিরপেক্ষ দলগুলিকে একমত হবে হবে।