আর্থিক প্যাকেজ নিয়ে প্রধানমন্ত্রী সকাশে রাজ্যপাল

পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক দাবিদাওয়া নিয়ে এবার কেন্দ্রের সঙ্গে দৌত্যে নামলেন রাজ্যপাল মায়ানকোটে কেলাথ নারায়ণন। মঙ্গলবার দুপুরে নয়াদিল্লিতে আর্থিক প্যাকেজ নিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে বৈঠক করলেন তিনি। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ৭ রেসকোর্স রোডে সংক্ষিপ্ত আলোচনার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপাল জানান, বৈঠক ইতিবাচক।

Updated By: Jul 3, 2012, 03:33 PM IST

পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক দাবিদাওয়া নিয়ে এবার কেন্দ্রের সঙ্গে দৌত্যে নামলেন রাজ্যপাল মায়ানকোটে কেলাথ নারায়ণন। মঙ্গলবার দুপুরে নয়াদিল্লিতে আর্থিক প্যাকেজ নিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে বৈঠক করলেন তিনি। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ৭ রেসকোর্স রোডে সংক্ষিপ্ত আলোচনার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপাল জানান, বৈঠক ইতিবাচক। রাজ্যের আর্থিক প্যাকেজের ব্যাপারে প্রধানমন্ত্রী সাহায্যের আশ্বাস দিয়েছেন বলেও দাবি করেন তিনি।
ইউপিএ জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী প্রণব মুখোপাধ্যায়ের ইস্তফার পর এখন অর্থমন্ত্রকের দায়িত্ব এখন প্রধানমন্ত্রীর হাতেই রয়েছে। এই পরিস্থিতিতে সোমবার দিল্লি এসে জিটিএ নির্বাচন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম এবং কয়লার রয়্যালিটি থেকে রাজ্যের প্রাপ্য সংক্রান্ত বিষয়ে আলোচনার পর এদিন মনমোহনের কাছে আর্থিক প্যাকেজ নিয়ে আলোচনার জন্য যান রাজ্যপাল। তার আগে বিদায়ী রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের সঙ্গে সৌজন্য সাক্ষাত্‍ করতে যান প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে বারে বারেই কেন্দ্রের কাছে কয়লার বকেয়া রয়্যালিটি বাবদ ৫,০০০ কোটি টাকা দাবি করা হয়েছে। এবার তীব্র আর্থিক সঙ্কটের মুখে তৃণমূল নেতৃত্বাধীন সরকারও একই পথ নিতে চলেছে বলে আনুমান রাজনৈতিক মহলের।

.