ওয়েব ডেস্ক : গতকাল মাঝরাতের পর থেকেই দাম বাড়েছে পেট্রোলের। আর তাতে আরও কিছুটা কোপ মেরে দাম বাড়ানো হল ভর্তুকিযুক্ত LPG-র। যদিও, কমানো হল বিমানের জ্বালানির মূল্য।

এতদিন ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম ছিল সিলিন্ডার-পিছু ৪৩০টাকা ৬৪পয়সা। এবার তাতে বাড়ানো হল ২টাকা ৭পয়সা। এই নিয়ে গত ৬ মাসে ৭বার দাম বাড়ল রান্নার গ্যাসের।

আরও পড়ুন- আজ মধ্যরাত থেকে দাম বাড়ল পেট্রোলের, কমল ডিজেল

নিজেদের ওপর থেকে ভর্তুকির বোঝা কমাতে গত জুলাই মাসে কেন্দ্রীয় সরকার ঠিক করেছিল প্রতিমাসে রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু ২ টাকা করে বাড়ানো হবে। সেই ঘোষণা অনুসারে এখনও পর্যন্ত ৬ দফায় দাম বাড়ানো হয়েছে। অন্যদিকে, ভর্তুকি ছাড়া গ্যাসের দাম সিলিন্ডার পিছু ৫৪টাকা ৫০পয়সা টাকা বেড়ে দাঁড়াল ৫৮৪ টাকায়।

যদিও, বিমান যাত্রীদের জন্য কিছুটা স্বস্তি মিলতে চলেছে। দাম কমানো হল বিমানের জ্বালানির। প্রতি কিলোলিটারে সেই জ্বালানির দাম ৩.৭ শতাংশ হারে কমানো হয়েচে। এর ফলে বামান টিকিটেও এর প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

English Title: 
LPG prices goes up after petrol price hike
News Source: 
Home Title: 

দাম বাড়ল রান্নার গ্যাসের!

দাম বাড়ল রান্নার গ্যাসের!
Yes
Is Blog?: 
No
Section: