Corona উদ্বেগ : দর্শনার্থীদের জন্য বন্ধ পুরীর জগন্নাথ মন্দির
নয় মাস বন্ধ থাকার পর ডিসেম্বরে খুলে দেওয়া হয় পুরীর মন্দির
নিজস্ব প্রতিবেদন: ক্রমশই করোনা সংক্রমণ বাড়ছে প্রতিবেশী রাজ্য ওড়িশায়। এই অবস্থায় দর্শনার্থীদের জন্য ফের একবার বন্ধ হয়ে গেল পুরীর জগন্নাথ দেবের মন্দির। শনিবার এই সিদ্ধান্তের কথা জানায় শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ (SJTA)। আপাতত চলতি বছরের ১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে মন্দিরে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ।
আরও পড়ুন: অক্সিজেনের জন্য দেশ জুড়ে মুখ্যমন্ত্রীদের কাছে কাতর আবেদন কেজরিওয়ালের
যদিও দেবালয়ে আচার অনুষ্ঠান নিয়ম মেনেই পালন করা হবে বলে জানানো হয়েছে। রথের নির্মাণকার্যের প্রস্তুতিও রীতি মেনেই করা হবে। প্রভুর চন্দন যাত্রা, স্নান যাত্রা ও রথযাত্রায় সম্পূর্ণ কোভিড বিধি মানা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এবছর রথযাত্রা ১২ই জুলাই। ১৫ মে অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হবে রথযাত্রার প্রস্তুতি। মন্দিরের সেবাইতগণ, পুরী জেলা কালেক্টর ও উচ্চ পুলিস আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর মন্দির কর্তৃপক্ষের তরফে কৃষণ কুমার জানান, জগন্নাথদেবের পুজা অর্চনা সমস্তরকম কোভিড বিধি মেনেই করা হবে। কোভিড আবহে প্রায় ৯ মাস বন্ধ ছিল পুরীর মন্দির। ২০২০ এর ২৩ ডিসেম্বরে তা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়।