জনাদেশে মোদী ২.০ স্পষ্ট হতেই ঐতিহাসিক উত্থান শেয়ার বাজারে
ঠিক ১০টা বেজে ৩৮ মিনিটে সেনসেক্স পৌঁছয় ৪০,০১১.৯৬ অঙ্কে।
নিজস্ব প্রতিবেদন: দেশজুড়ে আবারও মোদী ঝড়। নরেন্দ্র মোদীর প্রত্যাবর্তন স্পষ্ট হতেই শেয়ার বাজারে উত্থান। প্রথমবার ৪০,০০০ পার করে ফেলল সেনসেক্স।
বুথ ফেরত সমীক্ষায় মোদী আসার ইঙ্গিত পেয়ে সোমবার হাজার অঙ্কের বেশি উপরে উঠেছিল সেনসেক্স। বৃহস্পতিবার জনাদেশ স্পষ্ট হতেই শেয়ার বাজারে খুশির হাওয়া। ডলারের নিরিখে বেড়েছে টাকার দাম। ২৬ পয়সা বেড়েছে ভারতীয় মুদ্রা। এদিন নিফটিও ১২ হাজারের ঘর পেরিয়ে যায়। আর ঠিক ১০টা বেজে ৩৮ মিনিটে সেনসেক্স পৌঁছয় ৪০,০১১.৯৬ অঙ্কে।
ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, এসবিআই, এল অ্যান্ড টি, পাওয়ারগ্রিড, ইয়েস ব্যাঙ্ক, কোটাক ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, আরআইএল, এইচডিএফসি, ভারতী এয়ারটেল ও অ্যাক্সিস ব্যাঙ্কের মতো স্টক বেড়েছে ৭ শতাংশ। তবে ১.৯২ নেমে গিয়েছে বেদান্ত, ওএনজিসি, বজাজ অটো ও সান ফার্মা।
বুধবার ৯৬৫.০২ কোটি টাকার শেয়ার বেচে দিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। ভারতীয় বিনিয়োগকারীরা বেচেছিলেন ১৫৭.৭৫ কোটির শেয়ার।
ভোট প্রবণতার নিরিখে ইতিমধ্যেই যাদু সংখ্যা পার করে দিয়েছে এনডিএ। ৩৩৮টি আসনে এগিয়ে গিয়েছে বিজেপি নেতৃত্বাধীন জোট। কংগ্রেস নেতৃত্বাধীন জোট এগিয়ে ৯৪টি আসনে। ১১০টি আসনে এগিয়ে বাকিরা। বাংলায় ১৮টি আসনে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। তৃণমূল এগিয়ে ২৩টি আসনে। আর ১টি আসনে এগিয়ে কংগ্রেস।
আরও পড়ুন- বাংলা তো বটেই, প্রাথমিক ভোটপ্রবণতায় গোটা দেশে বিলুপ্ত বামেরা, পিছিয়ে কানহাইয়া