শান্তিপ্রিয় হিন্দুদের সন্ত্রাসবাদী তকমা দিয়েছিল কংগ্রেস, মনে করালেন মোদী

কংগ্রেসের কাছ থেকে 'নরম হিন্দুত্ব'-এর কৌশল ভেস্তে দিতে আসরে নামলেন মোদী।      

Updated By: Apr 1, 2019, 03:18 PM IST
শান্তিপ্রিয় হিন্দুদের সন্ত্রাসবাদী তকমা দিয়েছিল কংগ্রেস, মনে করালেন মোদী

নিজস্ব প্রতিবেদন: শান্তিপ্রিয় হিন্দুদের সন্ত্রাসবাদীর তকমা দিয়ে সনাতন ধর্মকে অপমান করেছে কংগ্রেস। লোকসভা ভোটের আগে ফের আক্রমণাত্মক মেজাজে নরেন্দ্র মোদী। 

মহারাষ্ট্রে এনডিএ-র  সভায় নরেন্দ্র মোদী বলেন, ''হিন্দু সন্ত্রাস' শব্দের উদ্ভব ঘটিয়েছিল কংগ্রেস। শান্তিপ্রিয় হিন্দুদের সন্ত্রাসবাদী তকমা দিয়েছিল। হাজার বছরের ইতিহাসে একটাও হিন্দু সন্ত্রাসবাদের ঘটনা ঘটেছে? ইংরেজ ইতিহাসবিদরাও কখনও হিন্দুদের  সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেননি''।   

মোদী আরও বলেন, ''হিন্দুদের অপমানিত করেছে কংগ্রেস। এবারের নির্বাচনে ওদের শায়েস্তা করবেন মানুষ। আর তাই সনাতনী সম্প্রদায়ের সংখ্যাধিক্য কেন্দ্রে ভোটে লড়তে ভয় পাচ্ছেন  কংগ্রেস নেতারা''।

পুলওয়ামা হামলার ভারতের এয়ার স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীদের। এদিন ওয়ারধার সভায় প্রধানমন্ত্রীর প্রশ্ন, ভারতের নায়ক নাকি যাঁরা পাকিস্তানে নায়ক হয়ে গিয়েছেন, তাঁদের দরকার? একইসঙ্গে মোদী মনে করিয়ে দেন, ''এই কংগ্রেস-এনসিপি সরকারের জমানাতেই আজাদ ময়দানে শহিদস্মারকে জুতো দিয়ে আঘাত করেছিল ভিড়''।    

আরও পড়ুন- দ্বিশতরান করেছিলেন সচিন তেন্ডুলকর, সেই স্টেডিয়ামটি এবার চলে যাচ্ছে ইতিহাসে

গুজরাটের বিধানসভা নির্বাচনে সময় থেকে 'নরম হিন্দুত্বে'র পথে হাঁটতে শুরু করেছেন রাহুল গান্ধী। এমনকি নিজেকে দত্তাত্রেয় গোত্রের ব্রাহ্মণ হিসেবেও পরিচয় দিয়েছেন। যদিও তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। এরপর একের পর এক রাজ্যে মন্দির দর্শন করেছেন রাহুল। এমনকি দিন কয়েক আগে উত্তরপ্রদেশে প্রিয়ঙ্কা গান্ধীকেও একই অবতারে দেখা গিয়েছে। আর লোকসভা ভোটের আগে কংগ্রেসের কাছ থেকে হিন্দুত্বের আবেগ ছিনিয়ে তাই মাঠে নামলেন 'হিন্দু হৃদয় সম্রাট', মত রাজনৈতিক মহলের।               

 

.