প্রধানমন্ত্রী হওয়ার ৫ বছর পর গালভরা প্রথম সাংবাদিক বৈঠকে 'নীরব' মোদী

সপ্তম তথা শেষ দফার ভোটের আগে সাংবাদিকদের মুখোমুখি হলেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ।

Updated By: May 17, 2019, 09:25 PM IST
প্রধানমন্ত্রী হওয়ার ৫ বছর পর গালভরা প্রথম সাংবাদিক বৈঠকে 'নীরব' মোদী

নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন ২০১৪ সালে। আরও একটা লোকসভা নির্বাচন শেষ হওয়ার মুখে। তার আগে ৫ বছরে প্রথমবার সাংবাদিক বৈঠক করলেন নরেন্দ্র মোদী। কিন্তু তাও ধরাছোঁয়ার বাইরে থেকে গেলেন বিজেপির পোস্টার বয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন তাঁর সেনাপতি অমিত শাহ। 'মৌন' থাকলেন মোদী।

সপ্তম তথা শেষ দফার ভোটের আগে সাংবাদিকদের মাঝে হাজির হলেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। গোটা পাঁচ বছরের কার্যকালে নরেন্দ্র মোদী একটাও সাংবাদিক বৈঠক করেননি। চলতি ভোটপ্রক্রিয়ার মাঝে চ্যানেলে চ্যানেলে সাক্ষাত্কার অবশ্য বিলিয়েছেন। কিন্তু সাংবাদিক বৈঠক নৈব নৈব চ। এনিয়ে মোদীকে খোঁচা দিতেও ছাড়েননি বিরোধী নেতানেত্রীরা। একাধিকবার রাহুল গান্ধী প্রশ্ন তুলেছেন, কেন সাংবাদিকদের মুখোমুখি হতে ভয় পান মোদী? এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ও অভিযোগ করেছেন, টেলিপ্রম্পটার দেখে ভাষণ দেন মোদী।  তাঁকে সরাসরি বিতর্কে বসার আহ্বানও করেছিলেন তৃণমূল নেত্রী। 

শুক্রবারই এল সেই 'মাহেন্দ্রক্ষণ'। অমিত শাহকে নিয়ে নরেন্দ্র মোদী হাজির হলেন সাংবাদিক বৈঠকে। শুরুটা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। মোদী সরকারের ১৩৩টি প্রকল্পে কীভাবে দেশের প্রান্তিক মানুষ উপকৃত হয়েছে, শক্তিশালী সরকার থেকে বিজেপির প্রচারের জৌলুস তুলে ধরলেন মোদীর সেনাপতি। দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, তিনশোর বেশি আসন নিয়ে ফিরছে মোদী সরকার। অমিতের পর বলতে শুরু করেন প্রধানমন্ত্রী। নাতিদীর্ঘ ভাষণে তিনিও দাবি করেন, দীর্ঘ সময় পর একক সংখ্যাগরিষ্ঠ সরকার প্রত্যাবর্তন করতে চলেছে। কিছুক্ষণ বলেই থামলেন মোদী। যা নিশ্চিতভাবে তাঁর স্বভাববিরোধী। সাংবাদিক বৈঠকের নিয়ম মেনে নরেন্দ্র মোদী প্রশ্নের জবাব দেবেন বলে মনে হচ্ছিল। কিন্তু হায়! সাংবাদিকদের একের পর এক প্রশ্নে মুখ খুললেন অমিত শাহ। প্রশ্ন আসতে হাত দিয়ে অমিতের দিকে ইশারা করতেও দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। তবে মোদী ব্যাখ্যা দিয়েছেন, দলের দায়বদ্ধ কর্মী তিনি। সর্বভারতীয় সভাপতির ডাকা বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেবেন না।       

অতঃকিম গালভরা সাংবাদিক বৈঠকে দর্শক হয়েই থাকলেন মোদী। ঘণ্টাখানেকের সাংবাদিক সম্মেলনে বাকপটু ও সুবক্তা হিসেবে পরিচিত প্রধানমন্ত্রী বক্তব্য রাখলেন সাকুল্যে মিনিট দশেক। বাকি সময়ে অমিতের পাশে বসে থাকলেন শ্রোতার ভূমিকায়। পাঁচ বছরে প্রথম সাংবাদিক বৈঠক করলেন কিন্তু সেটা গালভরা নামেই। কোনও প্রশ্নেই মুখ খুললেন না মোদী। নিন্দুকরা বলছেন, পাঁচবছরে এই প্রথম ক্যামেরা সামনে পেয়েও এতক্ষণ চুপ করে বসে থাকলেন মোদী। এটাও তো একটা পাওনা! 

আরও পড়ুন- #ModiOnZee24Ghanta ভারতের উন্নয়নের কেন্দ্র হতে পারে কলকাতা, বললেন মোদী

.