কর্নাটকে প্রাক্তন মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ
কর্ণাটকের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তের নির্দেশ দিলেন লোকায়ুক্ত এনকে সুধীন্দ্র রাও। অভিযুক্ত তিনজন হলেন, ডেজিএসের এইচ ডি দেবেগৌড়া, কংগ্রেসের এস এম কৃষ্ণা এবং বিজেপির বি এস ইয়েদুরাপ্পা। বেঙ্গালুরু-মাইসোর এক্সপ্রেসওয়ে তৈরির প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে এই তিনজনের বিরুদ্ধে।
কর্ণাটকের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তের নির্দেশ দিলেন লোকায়ুক্ত এনকে সুধীন্দ্র রাও। অভিযুক্ত তিনজন হলেন, ডেজিএসের এইচ ডি দেবেগৌড়া, কংগ্রেসের এস এম কৃষ্ণা এবং বিজেপির বি এস ইয়েদুরাপ্পা। বেঙ্গালুরু-মাইসোর এক্সপ্রেসওয়ে তৈরির প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে এই তিনজনের বিরুদ্ধে।
টি জে আব্রাহাম নামে এক সমাজকর্মীর অভিযোগ, প্রকল্পের জন্য সাত হাজার একর জমি অধিগ্রহণের প্রক্রিয়ার রয়েছে বিস্তর গরমিল। এমনকী, সড়ক তৈরির পর নির্মাণকারী সংস্থা নন্দী ইনফ্রাস্ট্রাকচার করিডর এন্টারপ্রাইজ, সম্পূর্ণ বেআইনিভাবে টোল ট্যাক্স আদায় করে বলে অভিযোগ তাঁর। অভিযোগ রয়েছে প্রকল্পের বরাতের চুক্তি নিয়েও। ঘটনার তদন্তে তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী ছাড়াও আরও সাতাশজনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন কর্ণাটকের লোকায়ুক্ত।