ব্যক্তিগত কুত্সার রাজনীতির বিরুদ্ধে জবাব দিয়েছে মানুষ, দলের বিপুল সাফল্যে মন্তব্য অমিত শাহর
অমিত শাহ বলেন, দলের সমর্থকদের টানা চেষ্টার ফলেই এই জয় এসেছে
নিজস্ব প্রতিবেদন: ফের জয় পেল ‘দেশের মানুষ’। বিজেপির নজরকাড়া ফলাফলে টুইট করে এমনটাই মন্তব্য করলেন বিজেপি সভাপতি অমিত শাহ।
আরও পড়ুন-নরেন্দ্র মোদীর সাফল্য অভূতপূর্ব, শুভেচ্ছা বার্তা আডবাণীর
বৃহস্পতিবার বিকেলে দিল্লিতে দলের সদর দফতরে যাওয়ার আগে একের পর এক টুইট করেন বিজেপি সভাপতি অমিত শাহ। বিরোধীদের প্রোপাগান্ড ও ব্যক্তিগত আক্রমণের রাজনীতির জোর জবাব দিয়েছে দেশের মানুষ।
অমিত শাহ টুইটে মন্তব্য করেন, দেশের মানুষের ভরসা জিতে নিয়েছেন মোদী। বিরোধীদের ভিত্তিহীন রাজনীতি, মিথ্যের রাজনীতির বিরুদ্ধে এই জয়। পারিবারিক রাজনীতির পরম্পরা পরাজিত হয়েছে।
यह परिणाम विपक्ष द्वारा किये गये दुष्प्रचार, झूठ, व्यक्तिगत आक्षेप और आधारहीन राजनीति के विरुद्ध भारत का जनादेश है।
आज का जनादेश यह भी दिखाता है कि भारत की जनता ने देश से जातिवाद, परिवारवाद और तुष्टिकरण को पूरी तरह से उखाड़ फेंककर विकासवाद और राष्ट्रवाद को चुना है।
भारत को नमन।
— Chowkidar Amit Shah (@AmitShah) May 23, 2019
আরও পড়ুন-অভিষেকেই পরাজয়, বিজেপির গিরিরাজের কাছে ৪ লক্ষ ভোটে পর্যুদস্ত কানহাইয়া
এই জয়কে গোটা দেশের জয় বলে বর্ণনা করেছেন শাহ। তিনি লিখেছেন, এই জয় গোটা দেশের যুব সম্প্রদায়ের জয়। গরিব মানুষ ও কৃষকদের জয়। প্রধানমন্ত্রীর শক্তিশালী নেতৃত্বের জন্যই এই জয় সম্ভব হয়েছে।
দলের কর্মী-সমর্থকদের ধন্যবাদ দিয়ে অমিত শাহ বলেন, দলের সমর্থকদের টানা চেষ্টার ফলেই এই জয় এসেছে।