জন্ম থেকে মৃত্যু পদে পদে কাটমানি নিয়েছে তৃণমূল, সংসদে খাঁটি বাংলায় সুর চড়ালেন লকেট
মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানাতেই তীব্র চিত্কার শুরু করে দেন তৃণমূল সাংসদরা। তাতে যদিও দমেননি লকেট। এরই মধ্যে লকেটকে বসে পড়তে নির্দেশ দেন অধ্যক্ষ ওম বিড়লা।
নিজস্ব প্রতিবেদন: কাটমানি ইস্যুতে লোকসভায় ফের একবার তৃণমূলকে তীব্র আক্রমণ শানাল বিজেপি। এবার কাটমানি নিয়ে খাঁটি বাংলায় মমতাকে কাঠগড়ায় তুললেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বলেন, কাটমানির বেশিরভাগটাই নিয়েছেন মুখ্যমন্ত্রী। এখন তিনিই ফেরত দেওয়ার কথা বলছে।
মঙ্গলবার লোকসভার জিরো পর্বে সরব হন লকেট। বলেন, 'পশ্চিমবঙ্গে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাটমানির রমরমা চলছে। আর যাঁরা চুরি করেছেন তাঁরাই এখন তদন্তের কথা বলছেন। মুখ্যমন্ত্রী তাঁর দলের নেতাদের বলেছিলেন, কাটমানির টাকার ২৫ শতাংশ আপনারা রাখুন আর ৭৫ শতাংশ আমাকে দিন। সেই টাকায় কালীঘাটে ১৩টা ফ্ল্যাট হয়েছে। পুরী ও গোয়ায় হোটেল হয়েছে। থাইল্যান্ড থেকে সোনা আসছে।'
মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানাতেই তীব্র চিত্কার শুরু করে দেন তৃণমূল সাংসদরা। তাতে যদিও দমেননি লকেট। এরই মধ্যে লকেটকে বসে পড়তে নির্দেশ দেন অধ্যক্ষ ওম বিড়লা।
গত ১৮ জুন মুখ্যমন্ত্রী কাটমানি ফেরত দেওয়ার নির্দেশ দিতেই অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যজুড়ে। জেলায় জেলায় কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতা ও জনপ্রতিনিধিদের ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। বহু জায়গায় কাটমানি ফেরতের চাপে ঘরছাড়া তৃণমূল নেতারা। অনেকে টাকা ফেরতের মুচলেকা দিয়ে কোনওক্রমে পার পেয়েছেন।
দরকার নেই ওই রকম নেতার, তাড়িয়ে দিন দল থেকে, কৈলাসের ছেলেকে তীব্র ভর্ত্সনা মোদীর
রাজ্যে তৃণমূলকে কোণঠাসা করতে কাটমানি ইস্যুকে হাতিয়ার করেছে বিজেপি। প্রায় রোজই এই নিয়ে তৃণমূলকে আক্রমণ করছেন বিজেপি নেতারা। মঙ্গলবার দেশের সর্বোচ্চ আইনসভায় এই নিয়ে ঝড় তুললেন লকেট।
Locket Chatterjee, BJP MP from Hooghly, during zero hour in Lok Sabha: Cut-money is taken by TMC leaders from birth till death. West Bengal CM has accepted that their leaders take it. TMC leaders from lower to upper level are taking it. CM had said 25% keep&give 75% to her. pic.twitter.com/BcCqNH1zqw
— ANI (@ANI) July 2, 2019
গত মঙ্গলবার লোকসভায় প্রথম কাটমানি প্রসঙ্গ তুলেছিলেন রাজ্য বিজেপি সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপক বক্তব্য় রাখতে গিয়ে দিলীপবাবু বলেছিলেন, 'কাটমানি ফেরত দিতে আলাদা আইন করতে হচ্ছে সরকারকে। তাহলেই বুঝুন ৮ বছরে কেমন সরকার চলেছে।'