লকডাউনে ঘরে মন টিকছে না; জাতীয় সড়কে ঘোড়া ছুটিয়ে দিলেন বিজেপি বিধায়কপুত্র, দেখুন
বিধায়ক বলেছেন, এখনও পর্যন্ত এমন কোনও আইন নেই যেখানে ঘোড়ায় চেপে বাইরে বের হওয়া যাবে না
নিজস্ব প্রতিবেদন: লকডাউনে বাইরে বের হওয়া নিষেধ। কিন্তু ওই নিষেধাজ্ঞায় কিছু যায় আসে না বিধায়কের ছেলের। মর্জি হল একটু হাওয়া খাওয়ার। বেরিয়ে পড়লেন ঘোড়া নিয়ে। জাতীয় সড়ক ধরে দুরন্ত গতিতে দৌড়ে চলল অশ্বারোহী।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রী ও যুব নেতাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য, গ্রেফতার যুবক
কর্ণাটকের ঘটনা। রাজ্যে বিজেপির বিধায়ক নিরঞ্জন কুমারের ছেলের ওই ভিডিয়ো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। রাজ্যের লোক ঘরবন্দি। কিন্তু লকডাউনে ঘরে মন টিকছে না দেখে বিধায়কপুত্র বেরিয়ে পড়লেন মহীসুর-উটি জাতীয় সড়কে। টগবগিয়ে ছুটিয়ে দিলেন ঘোড়া। মুখে কোনও মাস্ক নেই। সাবধানতার বালাই নেই।
@narendramodi @BSYBJP @HMOKarnataka
A BJP MLAs son you can ride a horse on the Highway breaking lockdown ?
Watch Gundlupet @BJP4Karnataka MLA Niranjan Kumars son riding his horse around like a prince.
— suvarna veerappa (@SuvarnaVeerappa) May 12, 2020
সোমবার বিধায়কপুত্রের ওই কর্মকাণ্ডে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
আরও পড়ুন-লাদাখে LAC-তে উড়ে এল চিনা চপার, তাড়া করল বায়ুসেনার ফাইটার জেট
ছেলে ওই কাণ্ড ঘটানোর পর কী বলেছেন বিজেপি বিধায়ক? নিরঞ্জনবাবু বলেছেন, এখনও পর্যন্ত এমন কোনও আইন নেই যেখানে ঘোড়ায় চেপে বাইরে বের হওয়া যাবে না। আসলে কী হয়েছে তা এখনও জানি না। যদি কোনও ভুল হয়ে থাকে তাহলে ওকে তা বুঝিয়ে বলব।
নিরঞ্জন কুমার আরও বলেছেন, আমরা গ্রিন জোনে থাকি। সেখানে কউ মাস্ক পরে না। তবে সবার মুখ ঢাকা উচিত।