৮৪ গর্ভবতী মহিলা-সহ রিয়াধ-বাহারিন থেকে বিশেষ বিমানে দেশে ফিরলেন ৩৩৫ ভারতীয়

উপসাগরীর দেশ থেকে ৩৩৫ ভারতীয়কে কেরলে উড়িয়ে আনল ভারত।

Updated By: May 9, 2020, 08:42 AM IST
৮৪ গর্ভবতী মহিলা-সহ রিয়াধ-বাহারিন থেকে বিশেষ বিমানে দেশে ফিরলেন ৩৩৫ ভারতীয়
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: উপসাগরীর দেশ থেকে ৩৩৫ ভারতীয়কে কেরলে উড়িয়ে আনল ভারত।

বন্দে ভারত মিশনের আওতায় শুক্রবার রিয়াধ থেকে একটি বিমান এসেছে কোঝিকোড়ে। সেই বিমানে ছিলেন ১৫৩ যাত্রী। এদের মধ্যে ছিলেন ৮৪ জন গর্ভবতী মহিলা, ২২ শিশু ও ৪ ছোট বাচ্চা। শুক্রবার সন্ধে আটটা নাগাদ বিমানটি কোঝিকোড়ে এসে পৌঁছায়।

আরও পড়ুন-'যে দলেরই হোক রেশন নিয়ে কেউ বেয়াদপি করলে সরকার ছাড়বে না', স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

অন্যদিকে, বাহারিন থেকেও একটি বিমান ১৭৭ জন যাত্রীকে নিয়ে এসেছে এদিন। বিমানটি এসে পৌঁছায় রাত সাড়ে এগারোটা নাগাদ।

দুটি বিমানে ওঠার আগেই যাত্রীদের পরীক্ষা করে দেখা হয় কোভিডের কোনও উপসর্গ রয়েছে কিনা। রিয়াধ থেকে যারা এসেছেন তাদের মধ্যে ৫ জনের শারীরিক অসুস্থতা রয়েছে বলে বিমানবন্দরের তরফে জানানো হয়েছে। এদের সবাইকেই কোঝিকোড়ে মেডিক্যাল কলেজে রাখা হয়েছে।

শুক্রবার মোট ৩টি ফ্লাইট ভারতে এসেছে। এদের মধ্যে ২ কেরলে এবং তৃতীয়টি এসেছে দিল্লিতে। এয়ার ইন্ডিয়ার সেই বিমানে ছিলেন ২৩৪ যাত্রী। বিমানটি এসেছে সিঙ্গাপুর থেকে।

আরও পড়ুন-আতঙ্কের মাঝে স্বস্তির সুখবর! করোনা জয় করে 'রেড জোন' হাওড়ায় বাড়ি ফিরলেন ৩৬ জন

উল্লেখ্য, বন্দে ভারত মিশনের আওতায় ৬৪টি বিমান ও ৩টি নৌবাহিনীর জাহাজে মোট ১৫০০০ ভারতীয়কে বিদেশ থেকে দেশে ফেরাবে ভারত।

.