22 January 2024, 14:30 PM
রাম-ভূমে নমো-কথা:
প্রভু রামচন্দ্র ভারতের আত্মায় জড়িত।
আবেগে আমার স্পন্দিত, আমার গলা বুজে আসছে।
বিশ্বের কোণে কোণে এই অনুভূতি স্পন্দিত হচ্ছে
নতুন ইতিহাস তৈরি হল আজ।
নয়া কালচক্রের সূচনা হল আজ।
এবার বদলাবে কালচক্র, শুভ দিশায় চলবে।
২২ জানুয়ারি ২০২৪ একটা নতুন যুগের সূচনা।
দাসত্বের মানসিকতা ভেঙে উঠে দাঁড়াচ্ছে দেশ।
আমরা এই মুহূর্ত অনুভব করছি, এটাই রামচন্দ্রের কৃপা।
আমাদের সংবিধানের প্রথম পাতায় রামচন্দ্র বিরাজমান।
আজ সন্ধ্যায় প্রতি ঘরে রামজ্যোতি জ্বলবে।
আর তাঁবুতে নয়, রামলালা থাকবেন মন্দিরে।
বহু ত্যাগ ও পরিশ্রমের পর আজ এই মুহূর্ত এসেছে।
22 January 2024, 12:45 PM
রামলালার প্রাণপ্রতিষ্ঠা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। চলছে পুজোপাঠ, আরতি।
22 January 2024, 11:45 AM
কয়েকহাজার বছরের পুরনো মহাকাব্য রামায়ণ। সেই মহাকাব্যের নায়ক শ্রীরামচন্দ্র। আজ, ২২ জানুয়ারি সেই রামেরই প্রাণপ্রতিষ্ঠা-অনুষ্ঠান। সারা ভারত এ নিয়ে উদ্দীপ্ত। ভারতের রামমন্দির উদ্বোধন নিয়ে উদ্দীপ্ত নিউ ইয়র্কও। সেখানে টাইমস স্কোয়্যার যেন এক টুকরো ভারত। শাঁখ বাজছে, ঘন ঘন 'জয় শ্রীরাম' ধ্বনি উঠছে। এদিকে উদ্দীপ্ত শ্রীলঙ্কাও। সেখানকার কথা উল্লেখ আছে রামায়ণেও। এদিকে ইন্দোনেশিয়া মূলত মুসলিম-অধ্যুষিত দেশ হওয়া সত্ত্বেও সেখানকার হিন্দু সম্প্রদায়ও মেতেছে রামমন্দির নিয়ে। নেপালেও অল্পবিস্তর রামমন্দির-ঢেউ পৌঁছেছে। ছবিটাও থাইল্যান্ডেও একইরকম।
22 January 2024, 11:45 AM
অযোধ্যায় পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটু পরেই হবে রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা। বেলা ১২ টা ৫ মিনিট থেকে প্রাণপ্রতিষ্ঠার নিয়মকানুন শুরু হবে। চলবে বেলা ১২ টা ৫৫ মিনিট পর্যন্ত।
22 January 2024, 11:30 AM
অযোধ্য়ায় রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে টুইট ভারতে নিযুক্ত ইজরায়েলের কনসাল জেনারেল কব্বি সোসানির।
I can feel the history in the air…even far from Ayodhya. #RamMandir pic.twitter.com/k6HILfphuM
— Kobbi Shoshani (@KobbiShoshani) January 21, 2024
22 January 2024, 11:30 AM
অযোধ্যায় রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান ঘিরে উৎসব মার্কিন যুক্তরাষ্ট্রেও। মিনেসোটার মন্দিরে রাম ভজন গাইছেন প্রবাসী ভারতীয়রা।
#WATCH | Indian diaspora in the United States sing Ram Bhajan at the Hindu Temple of Minnesota ahead of the Pran Pratishtha ceremony at Ram Temple in Ayodhya. pic.twitter.com/mwFC6DtgyU
— ANI (@ANI) January 22, 2024
22 January 2024, 10:30 AM
এমনটা নয় যে আমি মন্দির যেতে চাই না। আমাকে মন্দির যেতে দেওয়া হচ্ছে না। এটা পরিষ্কার যে, 'উপর' থেকে আদেশ আছে!
मुझे मंदिर नहीं जाने दिया जा रहा है. ये नहीं चाहते कि मैं मंदिर जाऊं.
साफ है कि 'ऊपर' से आदेश आया है.
: @RahulGandhi जी pic.twitter.com/AcwtwAlydo
— Congress (@INCIndia) January 22, 2024
22 January 2024, 10:00 AM
রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে অযোধ্যা রামমন্দিরে পৌঁছে গিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে আগত অগনিত রামভক্তদের শুভেচ্ছা জানান তিনি।
#WATCH | Uttar Pradesh CM Yogi Adityanath greets people as he arrives at Shri Ram Janmabhoomi Temple in Ayodhya
Ayodhya Ram Temple Pran Pratishtha ceremony is taking place today. #RamMandirPranPrathistha pic.twitter.com/eCxBLmkOVu
— ANI (@ANI) January 22, 2024
22 January 2024, 10:00 AM
প্রাণপ্রতিষ্ঠায় শুধুই মোদী-যোগী নন। গর্ভগৃহ আচার্য সহ আরও তিন। নেতামন্ত্রী, ধর্মগুরু, শিল্পপতি। বলি স্টার, খেলোয়ার থেকে সাধুসন্ত। সরকারি তালিকায় আট হাজার অতিথি। তবে সংখ্যা বেঁধেই আজ মন্দিরে প্রবেশ।
22 January 2024, 10:00 AM
শতাব্দীর পর শতাব্দী। অপেক্ষার অবসান আজই। অযোধ্যায় রামলালার ঘরে ফেরা।মন্দিরগৃহে প্রাণপ্রতিষ্ঠার মহাযজ্ঞ। বাংলার চাল-মধু সহযোগে ভক্তির আচার উপাচার। সরগরম সরযূতট। পুজোপাঠ- আবেগে ভাসছে দেশ।
22 January 2024, 10:00 AM
রাম আবেগে বিজেপি। সংহতির ডাক তৃণমূলের। শাসক-বিরোধী জোড়া কর্মসূচিতে অ্যালার্ট প্রশাসন। শহর থেকে জেলা। রাস্তাঘাট জনজীবন সচল রাখতে পুলিশি বন্দোবস্ত। শান্তি বার্তা বোসেরও।
22 January 2024, 10:00 AM
পুণ্যসফরে নমো। পবিত্র সঙ্কল্পের পর আজ অযোধ্যায় মোদী। সাড়ে দশটায় রামভূমে অবতরণ। মন্দিরে এক ঘণ্টার একান্ত সময়। বেলা বারোটা থেকে গর্ভগৃহে পুজোপাঠ, মাহেন্দ্রক্ষণে প্রাণপ্রতিষ্ঠা। পরে জনসভা প্রধানমন্ত্রীর।
22 January 2024, 10:00 AM
পুণ্যসফরে নমো। পবিত্র সঙ্কল্পের পর আজ অযোধ্যায় মোদী। সাড়ে দশটায় রামভূমে অবতরণ। মন্দিরে এক ঘণ্টার একান্ত সময়। বেলা বারোটা থেকে গর্ভগৃহে পুজোপাঠ, মাহেন্দ্রক্ষণে প্রাণপ্রতিষ্ঠা। পরে জনসভা প্রধানমন্ত্রীর।
22 January 2024, 09:45 AM
অযোধ্যায় মহাযজ্ঞ। দিনব্যাপী মহাকর্মকাণ্ডে VVIP ভিড়। নিশ্ছিদ্র নিরাপত্তায় সরযূতটে পঞ্চস্তরীয় বলয়। SPG, NSG, ATS কমান্ডো সহ মোতায়েন বাহিনী, র্যাফ, পুলিসও। তিরিশ হাজারি ফোর্সে নজরদারি।
22 January 2024, 09:45 AM
১১ দিনের পবিত্র সঙ্কল্পে পুণ্যসফরে নমো। মন্দিরে মন্দিরে ফিরে দেখা রামগাথা। দাক্ষিণাত্য থেকে আজ সোজা অযোধ্যার পথে প্রধানমন্ত্রী। প্রাণ প্রতিষ্ঠার পর ভাষণ। অধীর আগ্রহে গোটা দেশ।
22 January 2024, 09:45 AM
অপেক্ষার অবসান। অযোধ্যায় আজ মেগা ইভেন্ট। বেলায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা। রাম-আবেগে ভাসছে গোটা দেশ। অযোধ্যাজুড়ে চাঁদের হাট। বাংলার চাল-মধু সহযোগে উপাচার।