23 November 2024, 12:30 PM
এখনও চলছে গণনা। ঝাড়খণ্ডের ৮১টি সিটের মধ্যে এখনও পর্যন্ত JMM-led জোট ৪৯টি সিটে এগিয়ে। পাশাপাশি NDA ২৯টি সিটে এগিয়ে। জেএমএম একাই এগিয়ে ২৮টি সিটে।
23 November 2024, 12:15 PM
ঘড়ির কাঁটায় ১২টা পেরিয়ে গেল। এরই মধ্যে তিন লাখের ব্যবধান পেরিয়ে গেলেন প্রিয়ঙ্কা গান্ধী। ওয়েনাড়ে বিপুল ভোটে জয় পেতে চলেছেন তিনি। লোকসভা ভোটে রাহুল গান্ধী এই কেন্দ্রে প্রায় ৩.৫ লক্ষ ভোটের মার্জিনে জিতে ছিলেন। সেই লক্ষ্যভেদ হতে পারে প্রিয়াঙ্কার ক্ষেত্রে। গণনা চলছে।
23 November 2024, 11:30 AM
পঞ্চম দফা গণনরা পর বান্দ্রা পূর্ব কেন্দ্রে পিছিয়ে জিশান সিদ্দিকি। মহারাষ্ট্রের সদ্য নিহত এনসিপি নেতা বাবা সিদ্দিকির পুত্র এনসিপির টিকিটে লড়ছেন। ওই কেন্দ্রে ৪৩৪৩ ভোটে এগিয়ে শিব সেনার প্রার্থী বরুণ সরদেশাই।
23 November 2024, 10:45 AM
ঝাড়খণ্ডে এগিয়ে শিবু সোরেনের 'ঝাড়খণ্ড মুক্তি মোর্চা'। এখনও পর্যন্ত দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। ঝাড়খণ্ডে এগিয়ে গেল 'ইন্ডিয়া'।
23 November 2024, 10:45 AM
মহারাষ্ট্রে ২৮৮ আসনের মধ্যে ইতিমধ্যেই ইতিমধ্যেই মহাজুটি এগিয়ে রয়েছে ১৫০টি সিটে। এগিয়ে বিজেপি-একনাথ শিন্ডের শিবসেনা মহাজুটি।
23 November 2024, 10:15 AM
কেরলের ওয়েনাড়ে বিপুল ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী প্রিয়ঙ্কা বঢরা গান্ধী। প্রথম থেকে বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই করলেও। বেলা গড়িয়ে সকাল ১০.৩০ পর্যন্ত বিপুল ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী। বর্তমানে প্রায় ১ লক্ষ ভোটে এগিয়ে প্রিয়াঙ্কা। তৃতীয় স্থানে রয়েছে বিজেপির প্রার্থী। এবং দ্বিতীয় স্থানে রয়েছে বামপন্থীরা। উল্লেখ্য, এই কেন্দ্রে আগেই কংগ্রেস নিজেদের ঝাণ্ডা পুঁতেছে। তারই প্রভাব উপনির্বাচনেও দেখা যাচ্ছে। ভোটের লড়াইয়ে এটি তাঁর অভিষেক।
23 November 2024, 09:00 AM
কেরালার ওয়েনাড়ে উপনির্বাচন হয়েছে। ওই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী প্রিয়ঙ্কা বঢরা গান্ধী। গণনার শুরুতে প্রাথমিক ভাবে তিনি এগিয়ে আছেন।
23 November 2024, 09:00 AM
মহারাষ্ট্রে ২৬৫ টি আসনের ফলাফলের প্রাথমিক প্রবণতায়, বিজেপি জোট ১৩২ টি আসনে এবং কংগ্রেস জোট ১২৩ টি আসনে এগিয়ে রয়েছে। একই সময়ে, ঝাড়খণ্ডে, বিজেপি জোট ৩৪টি আসনে এবং কংগ্রেস ২৭টি আসনে এগিয়ে রয়েছে।
23 November 2024, 09:00 AM
মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে ভোটগণনার একেবারে শুরুতে প্রাথমিক ভাবে এগিয়ে রয়েছে বিজেপির নেতৃত্বাধীন জোট। মহারাষ্ট্রে ‘মহাদ্যুতি’ এবং ঝাড়খণ্ডে এনডিএ এগিয়ে গিয়েছে শুরুতেই।
23 November 2024, 09:00 AM
প্রাথমিক গণনায় মহারাষ্ট্রে ১০ আসনে এগিয়ে বিজেপি-র নেতৃত্বাধীন শিবসেনা (একনাথ শিন্ডে), এনসিপি (অজিত পাওয়ার) জোট৷ ৬ আসনে এগিয়ে কংগ্রেস-উদ্ধব ঠাকরের শিবসেনা-শরদ পাওয়ারের এনসিপি বিরোধী জোট৷