22 March 2024, 13:15 PM
সুপ্রিম কোর্ট থেকে আবেদন প্রত্যাহার কেজরিওয়ালের। ED-র গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে নিম্ন আদালতে আর্জি। নিম্ন আদালতে শুনানি হওয়ায় সুপ্রিম কোর্টে আবেদন প্রত্যাহার।
22 March 2024, 12:30 PM
I vehemently condemn the arrest of Arvind Kejriwal, the sitting elected Chief Minister of Delhi elected by the people. I have personally reached out to Smt Sunita Kejriwal to extend my unwavering support and solidarity. It's outrageous that while elected opposition CMs are being…
— Mamata Banerjee (@MamataOfficial) March 22, 2024
22 March 2024, 11:45 AM
যে আবগারি দুর্নীতি মামলায় গতকাল গ্রেফতার হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, সেই মামলাতেই ধৃত বিআরএস নেত্রী কে কবিতাকে জামিন দিতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। বলা হল, নিয়ম মাফিক নিম্ন আদালতে আবেদন করতে হবে। কেজরিওয়ালের আবেদন যে বেঞ্চ শুনবে, বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বিশেষ বেঞ্চ এই নির্দেশ দিল।
22 March 2024, 11:45 AM
কেজরিওয়ালের পরিবারের সদস্যদের হাউস অ্যারেস্ট করেছে দিল্লি পুলিস। আপ মন্ত্রী সৌরভ ভরদ্বাজকে ITO থেকে আটক করেছে পুলিস।
22 March 2024, 11:30 AM
কেজরিওয়ালের গ্রেপ্তারির পর দিল্লিতে অশান্তি এড়াতে তৎপর পুলিস। বিক্ষোভকারী আম আদমি সমর্থকদের তৎক্ষণাৎ গ্রেপ্তারের পরিকল্পনা পুলিসের। নামানো হয়েছে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অতিরিক্ত ১০০০ পুলিস মোতায়েন করা হয়েছে বিজেপি সদর দফতর, প্রধানমন্ত্রীর আবাসন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আবাসন, উপ রাজ্যপালের আবাসন এবং দীনদয়াল উপাধ্যায় মার্গে।
21 March 2024, 23:45 PM
আগামিকাল অরবিন্দ কেজরিওয়ালকে কোর্টে পেশ করবে ইডি।
21 March 2024, 23:00 PM
গ্রেফতারির পর অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন থেকে একের পর এক গাড়ি বের হল।
21 March 2024, 22:00 PM
অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়েন।
We vehemently condemn the arrest of Arvind Kejriwal, an elected CM, especially when EC is in charge & MCC is in place. Earlier his administrative powers were snatched through an illegal ordinance. How can we expect fair elections in India if sitting CMs & prominent opposition…
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) March 21, 2024
21 March 2024, 22:00 PM
জিজ্ঞাসাবাদ চলাকালীন অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের বাইরে ভারী স্লোগান শোনা গিয়েছে । এএপি বিধায়ক রাখি বিড়লা, যিনি তাঁর বাড়ির বাইরে বিক্ষোভ করছেন, তাঁকে ইতিমধ্য়ে পুলিস আটক করেছে।
21 March 2024, 22:00 PM
ইডি কর্মকর্তা জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়ালকে শুক্রবার একটি বিশেষ PMLA আদালতে পেশ করা হবে।
21 March 2024, 22:00 PM
আপ অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতার বাতিল করতে সুপ্রিম কোর্টেও আবেদন করেছে। আপ মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেছেন, 'আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি এবং আজ রাতে জরুরি শুনানির জন্য প্রার্থনা করেছি।'
21 March 2024, 21:45 PM
चुनाव के चलते दिल्ली के मुख्यमंत्री श्री अरविंद केजरीवाल को इस तरह टार्गेट करना एकदम गलत और असंवैधानिक है। राजनीति का स्तर इस तरह से गिराना न प्रधानमंत्री जी को शोभा देता है, न उनकी सरकार को।
अपने आलोचकों से चुनावी रणभूमि में उतरकर लड़िये, उनका डटकर मुक़ाबला करिए, उनकी नीतियों…
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) March 21, 2024
21 March 2024, 21:45 PM
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, 'অরবিন্দ কেজরিওয়াল মোদীর কাছে আত্মসমপর্ণ করেনি। তাই ইডির মাধ্যমে বারবার তাঁকে হেনস্থা করতে করতে নির্বাচনের আগে গ্রেফতার করা হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী বুদ্ধিমতী, সে এটা বুঝে আগেভাগেই নরেন্দ্র মোদীর কাছে আত্মসমর্পণ করে রাজ্যভবনে গল্প করেছেন। ইন্ডিয়া জোট থেকে দিদির পলায়নের সবথেকে বড় কারণ ইডির ভয়।'
21 March 2024, 21:30 PM
অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারে সরব প্রিয়াঙ্কা গান্ধী। এক্স হ্যান্ডেলে পোস্ট প্রিয়াঙ্কার।
21 March 2024, 21:30 PM
আবগারি মামলায় এখনও পর্যন্ত ১৫ জন গ্রেফতার।
21 March 2024, 21:30 PM
অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন, আছেন, থাকবেন: আপ নেত্রী অতিশী।
21 March 2024, 21:15 PM
তবে গ্রেফতার হলেও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না অরবিন্দ। জেল থেকেই চালাবেন সরকার, দাবি আপের।
21 March 2024, 21:15 PM
আবগারি মামলায় গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী। ইডির হাতে গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল। দুঘণ্টা ধরে চলছিল জিজ্ঞাসাবাদ।