LIVE: রবিবার রাত ৯টায় ঘরের লাইট বন্ধ করে ৯ মিনিট মোমবাতি জ্বালান: প্রধানমন্ত্রী

  করোনা চ্যালেঞ্জ যেন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। রাজ্যে করোনা সংক্রান্ত তথ্য নিয়ে বিভ্রান্তিও কম নয়।

Updated By: Apr 3, 2020, 09:40 AM IST
LIVE: রবিবার রাত ৯টায় ঘরের লাইট বন্ধ করে ৯ মিনিট মোমবাতি জ্বালান: প্রধানমন্ত্রী

তবে আপনাদের কাছে আবেদন, এই সময় কেউ রাস্তায়, পাড়ায় ভিড় করবেন না। সামাজিক দূরত্ব বজায় রাখুন: প্রধানমন্ত্রী

৫ এপ্রিল আমাদের মহাশক্তি প্রকাশের দিন: প্রধানমন্ত্রী

আমাদের সক্কলকে মহাশক্তি প্রকাশ করতে হবে: প্রধানমন্ত্রী

৫ এপ্রিল মাত্র ৯ মিনিট আমাকে দিন: প্রধানমন্ত্রী

ঘরের বারান্দায় বা ছাদে দাঁড়িয়ে মোমবাতি জ্বালান : প্রধানমন্ত্রী

৫ এপ্রিল, রবিবার, রাত নটায় ঘরের লাইট বন্ধ করে মোমবাতি বা টর্চের আলো জ্বালান: প্রধানমন্ত্রী

দেশের মানুষ লকডাউনকে সফল করার চেষ্টা করছেন, সরকারের আবেদনে মানুষ অদূতপূর্বভাবে সাড়া দিয়েছে: প্রধানমন্ত্রী

করোনা মোকাবিলায় ভারত বিশ্বে নজির সৃষ্টি করেছে: প্রধানমন্ত্রী

করোনার সঙ্গে লড়াইয়ে আমরা কেউ একা নই: প্রধানমন্ত্রী

জাতির উদ্দেশ্যে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী

করোনা চ্যালেঞ্জ যেন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। রাজ্যে করোনা সংক্রান্ত তথ্য নিয়ে বিভ্রান্তিও কম নয়। এরই মধ্যে আজ সকাল ৯টায় জাতির উদ্দেশ্যে ফের ভাষণ রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 
এবার ঠিক কী বলতে চলেছেন, তা জানতে মুখিয়ে গোটা দেশ। 

 

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যু অব্যাহত। ইতিমধ্যে মৃতের সংখ্যা ৫৩ হাজার ছাড়িয়েছে। 
করোনা ভাইরাসে পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে তিন জনের। এই তথ্য নিয়ে প্রথমে একটি বিভ্রান্তি তৈরি হয়েছিল। রাজ্য সরকারের বিশেষজ্ঞ চিকিত্সকদের কমিটি মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে জানাল, এই মুহূর্তে করোনায় রাজ্যে মৃত্য়ু হয়েছে ৭ জনের। আক্রান্ত ৫৩ জন। কিন্তু দেড় ঘণ্টা পরেই সেই তথ্য বদলে যায়। 

তথ্য নিয়ে বিভ্রান্তি, দেড় ঘণ্টার ব্যবধানে রাজ্যে মৃতের সংখ্য়া কমে দাঁড়াল ৩
ছটা নাগাদ রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডেকে জানিয়ে দিলেন, ৭ জন নয়, মৃত্যুর সংখ্য়া ৩। রাজীব সিনহা দাবি করেন, বাকি ৪ জনের মৃত্যু যে করোনায় হয়েছে প্রমাণ হয়নি। ওনারা অন্যান্য অসুখ নিয়ে ভর্তি হয়েছিলেন। তবে, তাঁরা যে করোনা পজেটিভ এ কথা জানান মুখ্য সচিব। আক্রান্তের সংখ্যাও অনেকটাই কম। এই মুহূর্তে ৩৪ জন করোনা আক্রান্তের চিকিত্সা চলছে বলে জানান তিনি।

.