অনশনে অসুস্থ জগনমোহন, তেলেঙ্গানায় আজ মন্ত্রিগোষ্ঠীর বৈঠক
১. রাজ্য ভাগ হওয়ার প্রতিবাদে এখনও অনশন চালিয়ে যাচ্ছেন ওয়াই এস আর কংগ্রেস দলের প্রধান জগন মোহন রেড্ডি। এই নিয়ে তাঁর অনশন পঞ্চম দিনে পড়ল। বুধবার থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন সাংসদ জ্বরে ভুগছেন। শরীর অসুস্থ হলেও অনশন প্রত্যাহারে নারাজ তিনি।
একনজরে সীমান্ধ্র-তেলেঙ্গানা সমস্যার খবর:
১. রাজ্য ভাগ হওয়ার প্রতিবাদে এখনও অনশন চালিয়ে যাচ্ছেন ওয়াই এস আর কংগ্রেস দলের প্রধান জগন মোহন রেড্ডি। এই নিয়ে তাঁর অনশন পঞ্চম দিনে পড়ল। বুধবার থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন সাংসদ জ্বরে ভুগছেন। শরীর অসুস্থ হলেও অনশন প্রত্যাহারে নারাজ তিনি।
২. কংগ্রেস সাধারণ সম্পাদক দ্বিগ্বিজয় সিংয়ের দাবি অন্ধ্রের বেশ কয়েকটি জেয়গায় জরুরী পরিশেষার ক্ষেত্রগুলিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা সম্ভব হয়েছে। আজই কেন্দ্রের বিশেষ মন্ত্রিগোষ্ঠীর সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডী। তেলেঙ্গানা রাজ্য ভাগের ক্ষেত্রে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেই বৈঠকে উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
৩. বৃহস্পতিবারই এই বিশেষ মন্ত্রিগোষ্ঠী পরিবর্তন করা হয়েছে। মন্ত্রিগোষ্ঠীর সদস্য সংখ্যা ১০ থেকে কমিয়ে ৭-এ নামিয়ে আনার হয়েছে। আজকের বৈঠকে পৌরোহিত্য করবেন স্বরাষ্ট্র মন্ত্রী সুশীল কুমার শিন্ডে। তাঁর পাশাপাশি থাকবেন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি, বিরাপ্পা মৈলি, জয়রাম রমেশ।
৪. উত্তপ্ত বিজয়নগরম শহরে কারফিউ শিথিল হল ২ঘণ্টার জন্য। এই সময়ের মধ্যে সাধরণ মানুষ জরুরী জিনিস কিনতে বাইরে বেরোয়। ধিরে ধিরে অন্ধ্রের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে প্রশাসনিক স্তরে দাবি করা হচ্ছে।
৫. অন্ধ্রের অস্থিরতার জন্য কংগ্রেসকেই দায়ি করেছেন বিজেপি সাধারণ সম্পাদক রাজীব প্রতাপ রুডি।