বিস্ময় বালিকার সঙ্কল্প: গঙ্গার বুকে ঝাঁপ, ভাঙতে চায় নিজের রেকর্ড

রেকর্ড ভাঙার খেলা। নিজের রেকর্ড নিজেই ভাঙতে গঙ্গায় ঝাঁপ বছর এগারোর বিস্ময় বালিকার। ৭ দিনে ৫৭০ কিলোমিটার সাঁতরে নতুন রেকর্ড গড়তে চায় কানপুরের শ্রদ্ধা শুক্লা। ভাঙাগড়ার খেলা খেলতে ভালবাসে শ্রদ্ধা শুক্লা। নিজের রেকর্ড নিজেই ভাঙতে ভালবাসে কানপুরের এগারো বছরের বিস্ময় বালিকা।

Updated By: Sep 5, 2016, 11:51 PM IST
বিস্ময় বালিকার সঙ্কল্প: গঙ্গার বুকে ঝাঁপ, ভাঙতে চায় নিজের রেকর্ড

ওয়েব ডেস্ক: রেকর্ড ভাঙার খেলা। নিজের রেকর্ড নিজেই ভাঙতে গঙ্গায় ঝাঁপ বছর এগারোর বিস্ময় বালিকার। ৭ দিনে ৫৭০ কিলোমিটার সাঁতরে নতুন রেকর্ড গড়তে চায় কানপুরের শ্রদ্ধা শুক্লা। ভাঙাগড়ার খেলা খেলতে ভালবাসে শ্রদ্ধা শুক্লা। নিজের রেকর্ড নিজেই ভাঙতে ভালবাসে কানপুরের এগারো বছরের বিস্ময় বালিকা।

নানহি জলপরি বা লিটল মারমেড

জলও বোধহয় তাকে শ্রদ্ধা করে। শুক্লপক্ষের চাঁদের আলোও যেন তার কাছে ম্রিয়মাণ। বয়সটা নেহাতই অল্প। কিন্তু কৃতিত্বের চূড়াটা গগনচুম্বী। তার হিরো কে? মার্ক স্পিত্জ নাকি ইয়ান থর্প নাকি মাইকেল ফেল্পস। তা জানা যায়নি ঠিকই, কিন্তু জেদ যে তার এই সব লিভিং লিজেন্ডের থেকে কোনও অংশেই কম নয়, তা এক্কেবারে পরিষ্কার। না হলে এই বয়সেই এমন রেকর্ড ভাঙার খেলায় কি নামতে পারে এত্তটুকু মেয়েটা!

প্রধানমন্ত্রীর সাধের স্বচ্ছ গঙ্গা প্রকল্প। তারই অঙ্গ হিসেবে শ্রদ্ধা শুক্লার প্রয়াস। ৭ দিনে ৫৭০ কিলোমিটার অর্থাৎ ৩৫০ মাইল সাঁতরে পেরোবে সে। দিনে বারো ঘণ্টা সাঁতার কাটবে শ্রদ্ধা। কানপুর থেকে বারাণসী সাঁতরে যাবে শ্রদ্ধা। এর আগে কানপুর থেকে এলাহাবাদ ২৮০ কিলোমিটার মাত্র ৬দিনে সাঁতরে পেরিয়েছে শ্রদ্ধা।  

বাবা ললিত শুক্লার প্রশিক্ষণে বেড়ে উঠছে শ্রদ্ধা। ছোট্ট মেয়েটির স্বপ্ন আকাশছোঁয়া। অলিম্পিকে মেডেল জিততে চায় সে। মেয়ের স্বপ্নকে বাস্তব রূপ দিতে প্রাণপাত করছেন ললিত। তাঁর অভিজ্ঞ চোখ সবসময় মেয়ের ওপরই নিবদ্ধ। আর মেয়েকে এগিয়ে নিয়ে যেতে ললিত চান রাজ্য সরকারের আর্থিক সাহায্য।

.