গুজরাটে পাড়ার মধ্যে খোস মেজাজে ঘুরে বেড়াচ্ছে সিংহি

ভরদুপুরে পাড়ায় ঘুরে বেড়াচ্ছে পূর্ণবয়স্ক সিংহি। চক্ষু চড়কগাছ এলাকাবাসীর। গুজরাতের আমরেলির ঘটনা। রবিবার দুপুরে বীরপুর-গাধিয়া এলাকায় ঢুকে পড়ে সিংহিটি। একটি গরুকে মেরেও ফেলে। সিংহিটি যখন গরুটিকে খাচ্ছে তখন এলাকাবাসী তাড়া করেন। তাড়া খেয়ে সিংহিটি পালায়।

Updated By: Dec 19, 2016, 09:06 AM IST
গুজরাটে পাড়ার মধ্যে খোস মেজাজে ঘুরে বেড়াচ্ছে সিংহি

ওয়েব ডেস্ক: ভরদুপুরে পাড়ায় ঘুরে বেড়াচ্ছে পূর্ণবয়স্ক সিংহি। চক্ষু চড়কগাছ এলাকাবাসীর। গুজরাতের আমরেলির ঘটনা। রবিবার দুপুরে বীরপুর-গাধিয়া এলাকায় ঢুকে পড়ে সিংহিটি। একটি গরুকে মেরেও ফেলে। সিংহিটি যখন গরুটিকে খাচ্ছে তখন এলাকাবাসী তাড়া করেন। তাড়া খেয়ে সিংহিটি পালায়।

কিন্তু, সন্ধে নামতে গরুটির খোঁজে ফের এলাকায় ঢোকে সে। এতেই অবাক হয়েছে এলাকাবাসী। গির অভয়ারণ্যের গা ঘেঁষে এই এলাকা। এখানে সিংহির দেখা প্রায়ই মেলে। কিন্তু, বারবার সিংহির লোকালয়ে ফিরে আসায় উদ্বিগ্ন বনকর্তারা।

আরও পড়ুন- কার্ফু জারি মণিপুরের পূর্ব ইম্ফলে

এদিকে, গত সপ্তাহেই কুলতলির লোকালয়ে ঢুকে পড়ে রয়্যাল বেঙ্গল টাইগার। আজমলমারি জঙ্গল থেকে ঠাকুরাণ নদী সাঁতরে লোকালয়ে আনাগোনা চলছিল দিব্যি। বিস্তর খোঁজাখুঁজিও চালাচ্ছিল বন দফতর। কিন্তু, সহসা দেখা দেননি সুন্দরবনের রাজা। অবশেষে সোমবার দেখা মিলল। ঠাকুরাণ নদীর চর বরাবর ঝোপঝাড়ের মধ্যে দেখা যায়, শিকার ধরার জন্য দৌড়চ্ছে বাঘ। প্রাণ বাঁচাতে দৌড়ন বনকর্মীরা।  ছুটে আসেন বনকর্তা, পুলিস, পঞ্চায়েত প্রধান সক্কলে। শেষ পর্যন্ত ধরা পড়ে বাঘ মামা।

আরও পড়ুন- পাম্পোরে সেনা কনভয়ের ওপর জঙ্গি হামলা

গুজরাটের লোকালয়ে সিংহির ঘুরে বেড়ানোর ভিডিওটি এবার দেখে নিন-

 

.