এয়ারপোর্ট ইউনিয়নে বামেরাই

দমদম বিমানবন্দরে মাত্র ১৯৯ ভোটে হারলেও গোটা দেশে সার্বিকভাবে এয়ারপোর্ট কর্মচারি সংগঠনে ফের ক্ষমতায় এল এয়ারপোর্ট অথরিটি এম্পয়িস ইউনিয়ন (এএইইউ)। দমদমে মোট ভোটার ছিলেন ১৫০০। ভোট পড়েছে মাত্র ১১৭২। সমস্ত কর্মী ভোট দিলে দমদমেও তাঁরা জিততেন বলে জানিয়েছেন বাম নেতৃত্ব। তবে ভোটের ফলাফল সার্বিকভাবে তাঁদের দিকে যাওয়ায়, কলকাতায় পুনর্নিবাচনের দাবি থেকে সরে আসছে বামেরা। পাশাপাশি, তাঁরা একবাক্যে জানাচ্ছেন, কলকাতার ১৫০০ ভোটের সবকটি দেওয়া সম্ভব হলে, সামান্য ব্যবধানে তাঁরাই জিততেন।

Updated By: Jan 30, 2013, 05:56 PM IST

দমদম বিমানবন্দরে মাত্র ১৯৯ ভোটে হারলেও গোটা দেশে সার্বিকভাবে এয়ারপোর্ট কর্মচারি সংগঠনে ফের ক্ষমতায় এল এয়ারপোর্ট অথরিটি এম্পয়িস ইউনিয়ন (এএইইউ)। দমদমে মোট ভোটার ছিলেন ১৫০০। ভোট পড়েছে মাত্র ১১৭২। সমস্ত কর্মী ভোট দিলে দমদমেও তাঁরা জিততেন বলে জানিয়েছেন বাম নেতৃত্ব। তবে ভোটের ফলাফল সার্বিকভাবে তাঁদের দিকে যাওয়ায়, কলকাতায় পুনর্নিবাচনের দাবি থেকে সরে আসছে বামেরা। পাশাপাশি, তাঁরা একবাক্যে জানাচ্ছেন, কলকাতার ১৫০০ ভোটের সবকটি দেওয়া সম্ভব হলে, সামান্য ব্যবধানে তাঁরাই জিততেন।
কেন্দ্রীয় স্তরেও যে তাঁরা পরাজিত, তা মানতে নারাজ আইএনটিইউসি-আইএনটিটিইউসি সমন্বয়ে তৈরি কামগার ইউনিয়ন। তারা পাল্টা অভিযোগ তুলছেন, দিল্লীর রাজীব গান্ধী বিমানবন্দরে ভোটের পর গণনায় কারচুপির।
 
কেন্দ্রীয় স্তরে বামপন্থী সংগঠন, কলকাতায় বিরোধীরা। ভবিষ্যতে কর্মচারি ইউনিয়নে কতটা সমন্বয় বা সহযোগিতা থাকবে, তা নিয়ে রয়েছে প্রশ্ন। পাশাপাশি, ভোটের ফলই বলছে, কার্যত বুথের ধারেকাছে ঘেঁষতে না পারার অভিযোগ তুললেও  ৪৭০টি ভোট পড়েছে এএইইউর পক্ষে। তাহলে কি বাইরে থেকে তৃণমূল কর্মী বলে পরিচিত অনেকেই গোপনে ভোট দিয়েছেন বামেদের পক্ষেই? দলীয় সূত্র খারিজ করছেনা সেই সম্ভাবনাও।
 

.