পুত্রসন্তানের জন্ম দিতে না পারায় স্ত্রীর উপর অত্যাচার আইনজীবীর (দেখুন ভিডিও)

স্ত্রী কন্যাসন্তানের জন্ম দিয়েছেন পুত্রসন্তানের জন্ম দিতে পারেননি। সেটাই 'অপরাধ'। আর সেই 'অপরাধে' দীর্ঘদিন ধরে স্ত্রী ও মেয়ের উপর অত্যাচারের অভিযোগ উঠল দিল্লি হাইকোর্টের এক আইনজীবীর বিরুদ্ধে। দেখুন সেই ছবি-

Updated By: Dec 15, 2016, 02:30 PM IST

ওয়েব ডেস্ক : স্ত্রী কন্যাসন্তানের জন্ম দিয়েছেন পুত্রসন্তানের জন্ম দিতে পারেননি। সেটাই 'অপরাধ'। আর সেই 'অপরাধে' দীর্ঘদিন ধরে স্ত্রী ও মেয়ের উপর অত্যাচারের অভিযোগ উঠল দিল্লি হাইকোর্টের এক আইনজীবীর বিরুদ্ধে। দেখুন সেই ছবি-

দক্ষিণ দিল্লির অভিজাত এলাকা বসন্তকুঞ্জে পরিবার নিয়ে থাকতেন এই আইনজীবী। স্ত্রী ও দুই মেয়ে। অভিযোগ, পুত্রসন্তান না হওয়ার জন্য দীর্ঘদিন ধরে দুই মেয়ে ও স্ত্রীর উপর অকথ্য অত্যাচার চালাতেন ওই আইনজীবী। বহুদিন ধরে তাঁর এই অত্যাচারের কথা চাপা থাকলেও, সম্প্রতি থানায় গিয়ে পুলিসের কাছে বাবার বিরুদ্ধে অভিযোগ করে মেয়ে। আর তাতেই সামনে আসে গোটা ঘটনা। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও দেখুন, এভাবেই টেনেহিঁচড়ে মহিলাকে নামিয়ে দেওয়া হল প্লেন থেকে

.