কেন্দ্রীয় মন্ত্রী চিন্ময়ানন্দের বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ অস্বীকার করলেন আইনের ছাত্রী

গত ফেব্রুয়ারি মাসে চিন্ময়ানন্দকে জামিনে মুক্তি দেয় এলাহাবাদ হাইকোর্ট। ২০১৯ সালের সেপ্টেম্বরে ধর্ষণের অভিযোগ তাঁকে গ্রেফতার করে পুলিস

Updated By: Oct 13, 2020, 11:59 PM IST
কেন্দ্রীয় মন্ত্রী চিন্ময়ানন্দের বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ অস্বীকার করলেন আইনের ছাত্রী
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: একেবারে একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী চিন্ময়ানন্দের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারী আইনের ছাত্রী।

আরও পড়ুন-রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩ লাখ, গত একদিনে সংক্রমণের শীর্ষে উত্তর ২৪ পরগনা

মঙ্গলবার  লখনউয়ের বিশেষ এমপি-এমএলএ আদালতে নিজের দেওয়া বয়ান অস্বীকার করলেন শাহারানপুর আইন কলেজের ওই ছাত্রী। ওই আইন কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন চিন্ময়ানন্দ। কলেজের ডিরেক্টরও ছিলেন তিনি।

গত বছর সেপ্টেম্বর মাসে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন ওই ছাত্রী। সেই ভিডিয়োতে  তিনি অভিয়োগ করেন চিন্ময়ানন্দ তাঁকে একাধিকবার ধর্ষণ করেছেন। শুধু তাই নয় খুনেরও হুমকিও দিয়েছেন। মঙ্গলবার আদালতে চিন্ময়ানন্দের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনার কথা অস্বীকার করেন ওই ছাত্রী।

আরও পড়ুন-এবার কোভিড পজিটিভ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে চিন্ময়ানন্দকে জামিনে মুক্তি দেয় এলাহাবাদ হাইকোর্ট। ২০১৯ সালের সেপ্টেম্বরে ধর্ষণের অভিযোগ তাঁকে গ্রেফতার করে পুলিস।

.