প্রধানমন্ত্রী হিসাবে মোদীকে লতার `ভোট`, চনমনে বিজেপি, সাবধানি কংগ্রেস

নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর আসনে দেখতে চান সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেসকর। সংস্কৃতির এই মহল থেকে সমর্থন পাওয়াটা মোদীর কাছে নিঃসন্দেহে বড় বিষয়। দীনানাথ মঙ্গেসকরের নামে একটি হাসপাতাল উদ্বোধনে মোদী প্রশংসার সুর শোনা যায় লতার গলায়। ৮৪ বছরের সংগীত শিল্পী বলেন, "নরেন্দ্র মোদী আমরা ভাইয়ের মতো। আমরা সবাই চাই তিনি প্রধানমন্ত্রী হোন। দীপাবলিতে প্রার্থণা করি এই ইচ্ছা যেন বাস্তব হয়।"

Updated By: Nov 2, 2013, 04:30 PM IST

নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর আসনে দেখতে চান সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেসকর। সংস্কৃতির এই মহল থেকে সমর্থন পাওয়াটা মোদীর কাছে নিঃসন্দেহে বড় বিষয়। দীনানাথ মঙ্গেসকরের নামে একটি হাসপাতাল উদ্বোধনে মোদী প্রশংসার সুর শোনা যায় লতার গলায়। ৮৪ বছরের সংগীত শিল্পী বলেন, "নরেন্দ্র মোদী আমরা ভাইয়ের মতো। আমরা সবাই চাই তিনি প্রধানমন্ত্রী হোন। দীপাবলিতে প্রার্থণা করি এই ইচ্ছা যেন বাস্তব হয়।"
পক্ক কেশ রাজনীতিবিদ লতার সম্ভাষণে আপ্লুত। তিনি বলেন, "ওঁনাদের পরিবারের সুর মানুষের জীবন সুরে ভরিয়ে তুলেছে।" যদিও মোদী প্রধানমন্ত্রী দৌড়ে নাম লেখানোর পর থেকে প্রতিটি ইস্যুতে তাঁকে একহাত নিয়েছে শাসকদলের নেতা-নেতৃরা। কিন্তু এবার আর নয়। কারণ মোদীর মাথায় হাত রেখেছেন খোদ লতা জী। তাই কংগ্রেস সাধারণ সম্পাদকের সাবধানি টুইট, "লতা মঙ্গেসকর আমাদের জাতীয় আইকন। তিনি তাঁর রাজনৈতিক রায় রাখতেই পারেন। আমরা সবাই তাঁর গান পছন্দ করি।"
তবে জেডি(ইউ) শিবির থেকে বাঁকা মন্তব্যই এসেছে। দলের নেতা শিবানন্দ তিওয়ারির টুইট, "আমি লতা মঙ্গেসকরকে মন থেকে শ্রদ্ধা করি... কিন্তু এটা তাঁর ভুল নয়। অনেকেই বিজেপি ও মোদীর হাওয়ায় গা ভাসিয়েছেন।" উল্লেখ্য টানা ১৭ বছর বিজেপির সঙ্গে একসঙ্গে ঘর করার পর এখন সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে জেডি(ইউ)।

.