কালামের শেষ টুইট
শিলংয়ে যাচ্ছি আইআইএমের এক অনুষ্ঠানে। এমনটাই নিজের শেষ টুইটে লিখেছিলেন ভারতের মাসলম্যান এপিজে আবদুল কালাম।
ওয়েব ডেস্ক: শিলংয়ে যাচ্ছি আইআইএমের এক অনুষ্ঠানে। এমনটাই নিজের শেষ টুইটে লিখেছিলেন ভারতের মাসলম্যান এপিজে আবদুল কালাম।
Going to Shillong.. to take course on Livable Planet earth at iim. With @srijanpalsingh and Sharma.
— APJ Abdul Kalam (@APJAbdulKalam) July 27, 2015
আব্দুল কালামের প্রয়াণে দেশে শোকের ছায়া। প্রতিরক্ষা গবেষণায় তাঁর অবদান দেশকে সমৃদ্ধ করছে। শোকবার্তায় বললেন রাষ্ট্রপতি। পথ প্রদর্শক ছিলেন। বললেন প্রধানমন্ত্রী। শোকপ্রকাশ উপরাষ্ট্রপতির।
India mourns the loss of a great scientist, a wonderful President & above all an inspiring individual. RIP Dr. APJ Abdul Kalam.
— Narendra Modi (@narendramodi) July 27, 2015
Dr. Kalam…my mind is filled with so many memories, so many interactions with him. Always marvelled at his intellect, learnt so much from him
— Narendra Modi (@narendramodi) July 27, 2015
প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু শিলংয়ে। আগামিকাল দেহ আনা হবে দিল্লিতে। সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। প্রয়াত দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম। আজ শিলংয়ের হাসপাতালে প্রয়াত হন তিনি। সন্ধেয় শিলংয়ের একটি অনুষ্ঠানে ভাষণ দেওযার সময় হঠাত্ অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন রাষ্ট্রপতি। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় শিলংয়ের সামরিক হাসপাতালে। চিকিত্সকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়েই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে ভর্তি করা হয় আইসিইউতে। তবে চিকিত্সকদের সব চেষ্টাই ব্যর্থ হয়। হাসপাতালেই প্রয়াত হন প্রাক্তন রাষ্ট্রপতি। মৃত্যুকালে বয়স হয়েছিল তিরাশি বছর। দুজাহার দুই থেকে দুহাজার সাত পর্যন্ত রাষ্ট্রপতি পদে ছিলেন এপিজে আবদুল কালাম। আগামিকাল বিশেষ বিমানে দিল্লি নিয়ে যাওয়া হবে তাঁর দেহ। প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণে পালন করা হবে সাতদিনের রাষ্ট্রীয় শোক ।