যুদ্ধই পাকিস্তানের বিরুদ্ধে শেষ অস্ত্র, মন্তব্য অমিত শাহ-র

গত চার বছরে এনডিএ সরকারের উন্নয়নের খতিয়ান সম্পর্কে বলতে গিয়ে ঘুরপথে রাহুল গান্ধীকেই নিশানা করে বসেন অমিত শাহ

Updated By: May 26, 2018, 11:29 PM IST
যুদ্ধই পাকিস্তানের বিরুদ্ধে শেষ অস্ত্র, মন্তব্য অমিত শাহ-র

নিজস্ব প্রতিবেদন: নিয়ন্ত্রণরেখায় দিনের পর দিন ‌অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করা নিয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন বিজেপি প্রধান অমিত শাহ। শনিবার এক অনুষ্ঠানে অমিত শাহ সাফ জানিয়ে দেন, পাকিস্তানের বিরুদ্ধে শেষ অস্ত্রই হল ‌যুদ্ধ।

আরও পড়ুন-রশিদকে দরাজ সার্টিফিকেট দিলেন শচীন তেণ্ডুলকর

এনডিএ সরকারের ৪ বছর পূর্তি উপলক্ষ্যে এক অনুষ্ঠার বিভিন্ন প্রশ্নের উত্তরে অমিত শাহ পাকিস্তান সম্পর্কে কড়া মনোভাব দেখান। অনুপ্রবেশ ও অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন নিয়ে বলতে গিয়ে অমিত শাহ বলেন, ‘জাতীয় নিরাপত্তার প্রশ্নে মোদী সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে চলে। গত চার বছরে কাশ্মীরে সবচেয়ে বেশি সংখ্যাক জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে শেষ অস্ত্রই হল ‌যুদ্ধ।’

আরও পড়ুন-বাদুড়ের মাধ্যমে ছড়ায়নি নিপা ভাইরাস, জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক

অন্যদিকে, গত চার বছরে এনডিএ সরকারের উন্নয়নের খতিয়ান সম্পর্কে বলতে গিয়ে ঘুরপথে রাহুল গান্ধীকেই নিশানা করে বসেন অমিত শাহ। কারণ শনিবার মোদীর সরকার উন্নয়নের অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন রাহুল গান্ধী। অমিত শাহ বলেন, ‘বিরোধীদের কাছ থেকে আর কী আশা করতে পারেন। নরেন্দ্র মোদী উন্নয়ন কর্মসূচি আমি তুলে ধরেছি। ‌যেকোনও মঞ্চে এনিয়ে আমরা বিরোধীদের সঙ্গে বিতর্কে ‌যেতে তৈরি।’

.