জমি বিল কৃষকবান্ধব, বিভ্রান্তি ছড়াচ্ছেন বিরোধীরা, দাবি অমিত শাহের

বিজেপির জাতীয় কর্মসমিতিতেও প্রাধান্য বিস্তার করল জমি বিল। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর অভিযোগ, মোদী সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতেই জমি বিল নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা। বিলটি ষোলআনা কৃষকবান্ধব বলেও তাঁর দাবি।

Updated By: Apr 3, 2015, 08:08 PM IST
জমি বিল কৃষকবান্ধব, বিভ্রান্তি ছড়াচ্ছেন বিরোধীরা, দাবি অমিত শাহের

ব্যুরো: বিজেপির জাতীয় কর্মসমিতিতেও প্রাধান্য বিস্তার করল জমি বিল। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর অভিযোগ, মোদী সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতেই জমি বিল নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা। বিলটি ষোলআনা কৃষকবান্ধব বলেও তাঁর দাবি।

এই অবস্থায় জমি বিলের সপক্ষে দেশজুড়ে পাল্টা প্রচারের কৌশল নিয়েছে বিজেপি। বিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। সেই অধিবেশনে জমি বিল পাস করাতে মরিয়া মোদী সরকার। বিল আটকাতে এককাট্টা বিরোধী শিবির। অধিবেশন শুরুর আগের দিনই বিল বিরোধী প্রচারের পরিকল্পনা রয়েছে কংগ্রেসের।অরাজনৈতিক মঞ্চ গড়েও প্রচারের তোড়জোড় শুরু হয়েছে। মোদী সরকারের জমি বিলকে যে কংগ্রেস কোনওভাবেই সমর্থন করবে না, তা জানিয়ে দিয়েছেন সভানেত্রী।

ফলে সরকারের অন্যতম মাথাব্যথার কারণ হয়ে উঠেছে জমি বিল। এসবেরই ছাপ পড়েছে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে। বিলটি কৃষকবান্ধব বলেই দাবি দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের। বিরোধীদের বিভ্রান্তিমূলক প্রচারের জবাব দিতে দেশজুড়ে পাল্টা প্রচারে নামার নির্দেশ দিয়েছেন তিনি। ছয়ই মে রাঁচিতে নীতিন গড়করির নেতৃত্বে মিছিল দিয়েই শুরু হচ্ছে এই কর্মসূচি। বিল নিয়ে কংগ্রেসকে বিঁধেছেন বিজেপি নেতা প্রকাশ জাভড়েকর।  

পুরনো অর্ডিন্যান্সের মেয়াদ ফুরোনোয় শুক্রবার জমি অর্ডিন্যান্সে সই করেছেন রাষ্ট্রপতি। বৈঠকে মোদী সরকারের বিদেশনীতিতে সিলমোহর দিয়েছে দল। পশ্চিমবঙ্গের প্রতিনিধিদের দাবিতে  বাংলাদেশি অনুপ্রবেশ নিয়েও আলোচনা হয়। দ্রুত ছিটমহল হস্তান্তরের দাবিও জানানো হয়েছে।

 

.