লড়াই শেষ, চলে গেলেন সিয়াচেনের জওয়ান হনুমন্থাপ্পা
লড়াই চলছিল গত কয়েকদিন ধরে। গোটা দেশ প্রার্থনা করছিল তাঁর জন্য। ভাল ছিলেন না 'মৃত্যুঞ্জয়ী' জওয়ান হনুমন্থাপ্পা। তবু তো ছিলেন। কিন্তু, আর থাকলেন না তিনি। অবশেষে মৃত্যু হল হনুমন্থাপ্পা কোপ্পাড়ের ।
ওয়েব ডেস্ক: লড়াই চলছিল গত কয়েকদিন ধরে। গোটা দেশ প্রার্থনা করছিল তাঁর জন্য। ভাল ছিলেন না 'মৃত্যুঞ্জয়ী' জওয়ান হনুমন্থাপ্পা। তবু তো ছিলেন। কিন্তু, আর থাকলেন না তিনি। অবশেষে মৃত্যু হল হনুমন্থাপ্পা কোপ্পাড়ের । এর আগে কিডনি ও লিভার কাজ করা বন্ধ করে দিয়েছিল। রক্তচাপও খুব কম ছিল। বুধবার সন্ধ্যায় প্রকাশিত হনুমন্থাপ্পা কোপ্পাড়ের মেডিক্যাল বুলেটিনে এমনই জানানো হয়েছিল। আগেই বলা হয়েছিল ৬ দিন বরফের তলায় চাপা থাকার ফলে, ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়েছে। কোমায় আচ্ছন্ন হনুমন্থাপ্পাকে পুরোপুরি লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে। হনুমন্থাপ্পার শারীরিক অবস্থা পরীক্ষার জন্য ছিলেন বিশেষজ্ঞ ডাক্তারদের দল। সেই দলে ছিলেন কিডনি বিশেষজ্ঞ, স্নায়ু বিশেষজ্ঞ,শল্যচিকিৎসক, ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্টও। কিন্তু কেউই আর বাঁচিয়ে রাখতে পারলেন না দেশের এক বীর সন্তানকে।