রেলের হোটেল লিজ কেলেঙ্কারিতে লালু-তেজস্বীকে তলব সিবিআইয়ের
ওয়েব ডেস্ক: আরও এক কেলেঙ্কারিতে জড়াল লালুপ্রসাদ যাদব ও তেজস্বী যাদবের নাম।
রেলমন্ত্রী থাকাকালীন আইআরসিটিসি-র একটি টেন্ডার একটি বেসরকারি হোটেলকে পাইয়ে দেওয়ার অভিয়োগ উঠল লালু প্রসাদের বিরুদ্ধে। এনিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই। আগামী ১১ সেপ্টেম্বর লালুকে সিবিআইয়ের দফতরে হাজিরা দিতে হবে।
২০০৪-২০০৯ সালে মধ্যে দেওয়া ওই টেন্ডার নিয়ে গত ৭ জুলাই একটি এফআইআর দায়ের করে সিবিআই। অভিযোগ, রাঁচি ও পাটনায় আইআরসিটিসি-র ২টি হোটেল সুজাতা হোটেল নামে একটি বেসরকারি সংস্থাকে লিজ দেওয়ার ক্ষেত্রে নিজের প্রভাব খাটিয়েছিলেন লালু।
ওইদিনই পাটনা, দিল্লি, রাঁচি ও গুরুগ্রামের মোট ১২টি জায়গায় লালুপ্রসাদ, তেজস্বী, রাবড়ি দেবীর নামে কেনা একাধিক সম্পত্তিতে তল্লাশি চালায় সিবিআই। তার পরেই তেজস্বীর বিরুদ্ধেও এফআইআার করা হয়। আগামী ১২ সেপ্টেম্বর সিবিআই দফতরে হাজিরা দিতে হবে তেজস্বীকেও।
আরও পড়ুন-প্রয়োজনে নোট বাতিল, সার্জিক্যাল স্ট্রাইক বা জিএসটি-র মতো সিদ্ধান্ত আবার নেব : মোদী