'আক্রমণাত্মক হয়ে উঠছে চিন, ওদের চোখে চোখ রেখে লড়াই করতে হবে'
করোনা ভাইরাসের সংক্রমণ নিয়েও মন্তব্য করেন অরূপ রাহা। বলেন, করোনা ভাইরাস নিয়ে ওদের কথাবার্তা স্বচ্ছ নয়
নিজস্ব প্রতিবেদন: পূর্ব লাদাখের গালওয়ানে ২০ সেনা জওয়ানের মৃত্যুতে ফুঁসছে দেশ। ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসছে প্রাক্তন সেনা আধিকারিকদের তরফেও। অধিকাংশেরই বক্তব্য চিনকে উপযুক্ত জবাব দিতে হবে।
আরও পড়ুন-বিশ্বাস শান্তিতে, কড়া জবাব দেওয়ার ক্ষমতাও রাখে ভারত, বেজিংকে পাল্টা বার্তা মোদীর
প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা জি ২৪ ঘণ্টাকে বলেন, এই উপমহাদেশে চিন অত্যন্ত আক্রমণাত্মক হয়ে উঠেছে। ওরা এখন খোপা ষাঁড়ের মতো। ওদের লক্ষ গোটা অঞ্চলকে নিয়ন্ত্রণ করা। প্রতিবেশী দেশগুলির সঙ্গে ওদের সম্পর্ক ভালো নয়। এরকম অবস্থায় ওদের ছেড়ে দিলে হবে না। উঠে দাঁড়িয়ে ওদের চোখে চোখ রেখে লড়াই করতে হবে।
প্রাক্তন বায়ুসেনা প্রধান আরও বলেন, লাদাখের ওই অঞ্চলে বহুবার গিয়েছি। ওরা ওখানে রাস্তা বানাচ্ছে, বিভিন্ন ধরনের পরিকাঠামো তৈরি করছে। কিন্তু ভারত যখন ওখানে রাস্তা, এয়ারস্ট্রিপ বানাচ্ছে তখনই ওরা বাধা দিচ্ছে। তাই এখন আর পিছিয়ে আসার কারণ নেই। শত্রুর চোখে চোখ রেখে লড়াই করতে হবে।
করোনা ভাইরাসের সংক্রমণ নিয়েও মন্তব্য করেন অরূপ রাহা। বলেন, উহান থেকে ওরা গোলমাল পাকিয়েছে। করোনা ভাইরাস নিয়ে ওদের কথাবার্তা স্বচ্ছ নয়।
আরও পড়ুন-'ন্যূনতম ভাড়া করতে হবে ৫০ টাকা', ধর্মঘটের হুঁশিয়ারি বেঙ্গল ট্যাক্সি ইউনিয়নের
এদিকে, গালওয়ানে ২০ ভারতীয় সেনার মৃত্যু নিয়ে চিনের ওপরে চাপ বাড়াচ্ছে দিল্লি। আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যা মিটিয়ে নেওয়া হবে ঠিক হওয়ার পরও কীভাবে এরকম এক মারাত্মক ঘটনা চিন ঘটাল তা নিয়ে আঙুল উঠছে চিনের দিকে। এনিয়ে চিনকে নিশানা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
এস জয়শঙ্কর বুধবার চিনা বিদেশমন্ত্রী ওয়াং উইকে বলেছেন, গালওয়ান উপত্যকার সোমবারের সংঘর্ষ একেবারে পূর্ব পরিকল্পিত। এর দায় চিনের। এই সময়ে দুদেশের উচিত যোগাযোগ রেখে চলা যাতে সীমান্ত সমস্যার একটা শান্তিপূর্ণ সমাধান হয়।