প্রাণঘাতী মোবাইল ফোন! দুর্ঘটনা মিলিয়ে দিল মুর্শিদাবাদ ও কুশীনগরকে
ইয়ারফোন কানে দিয়ে ভ্যান চালাচ্ছিলেন স্কুলভ্যান চালক।
নিজস্ব প্রতিবেদন: দুর্ঘটনার কারণ মিলিয়ে দিল মুর্শিদাবাদের দৌলতাবাদ ও উত্তরপ্রদেশের কুশীনগরকে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মোবাইলে ব্যস্ত ছিলেন ভ্যান চালক। তার মূল্য প্রাণ দিয়ে চোকাতে হল ১৩টি শিশুকে। বলে রাখি গত জানুয়ারিতে দৌলতবাদে বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৪৪ জনের। সেই ঘটনায় চালকের এক হাতে স্টিয়ারিং, অন্য হাতে ফোন ছিল বলে অভিযোগ উঠেছিল।
এদিন দুর্ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তদন্তের পর দোষীদের শাস্তির ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন তিনি। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Uttar Pradesh Chief Minister Yogi Adityanath at site of the accident in which 13 school students died after collision between a school van and train, in Kushinagar pic.twitter.com/LDi4gRWcgj
— ANI UP (@ANINewsUP) April 26, 2018
#Kushinagar accident: Uttar Pradesh Chief Minister Yogi Adityanath visits injured students & victims' families. 13 students have died in the accident, when the vehicle carrying them collided with a train at an unmanned crossing. pic.twitter.com/RnAouz1wgx
— ANI UP (@ANINewsUP) April 26, 2018
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কথায়, '' প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চালকের ভুলেই দুর্ঘটনাটি ঘটেছে। ইয়ারফোন কানে দিয়ে ভ্যান চালাচ্ছিলেন তিনি। তাঁর বয়স নিয়েও উঠছে প্রশ্ন। কেন নিয়ম মানা হয়নি, তা তদন্ত করে দেখা হবে। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে প্রশাসন।''
13 students have died, 4 students & van driver are critically injured. they are admitted at BRD Medical College. Inquiry will be conducted to nab those responsible. I spoke to Railway Minister also about ways to man the unmanned railway crossings: UP CM on #Kushinagar accident pic.twitter.com/u9HJx1wVVE
— ANI UP (@ANINewsUP) April 26, 2018
সকালে কুশীনগরে বেহুপূর্বে রক্ষীহীন লেভেল ক্রসিং পার করতে গিয়ে লোকাল ট্রেনে ধাক্কা মারে স্কুলভ্যানটি। ওই ভ্যানে ছিল ২৫ জন পড়ুয়া। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৩ জনের। আহতদের বিআরডি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রহরীহীন লেভেল ক্রসিং নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন যোগী আদিত্যনাথ। এর পাশাপাশি মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি টুইট করেছেন, ''দুর্ভাগ্যজনক খবর পেলাম। আধিকারিকদের তদন্তের নির্দেশ দিয়েছি। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করবে রেলওয়ে।''
Spoke to Railway minister. Prima facie appears to be mistake of van driver, he had earphones on & there are questions over his age too. There are rules in place, inquiry will be conducted as to why they were not followed. Strict action will be taken: CM on #Kushinagar accident pic.twitter.com/PkQLtX6riy
— ANI UP (@ANINewsUP) April 26, 2018
My statement on the unfortunate tragedy that happened this morning in Kushinagar, Uttar Pradesh.https://t.co/LPDvhOUuUv pic.twitter.com/5hiksJdNVO
— Piyush Goyal (@PiyushGoyal) April 26, 2018
দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বার্তা, ''স্কুল পড়ুয়াদের মৃত্যুর খবরে আমি শোকাহত। উত্তরপ্রদেশ সরকার ও রেলমন্ত্রক যথাযথ ব্যবস্থা নেবে।''
আরও পড়ুন- চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে তরুণীর সম্মান বাঁচালেন আরপিএফ জওয়ান