কুরবানির ইদ কে ঘিরে মাতোয়ারা দেশ

আজ মুসলিমদের পবিত্র ইদ উল আজাহা উত্‍‍সব। এই উপলক্ষ্যে রেড রোডে নমাজের ব্যবস্থা করা হয়েছে। নমাজ পাঠে অংশ নিয়েছেন কয়েক হাজার মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ। এছাড়াও খিদিরপুর, গার্ডেনরিচ, আনোয়ারশাহ রোডের কাছে মানুষ নামাজ পাঠে অংশগ্রহণ করেছেন।

Updated By: Oct 27, 2012, 09:17 AM IST

আজ মুসলিমদের পবিত্র ইদ উল আজাহা উত্‍‍সব। এই উপলক্ষ্যে রেড রোডে নমাজের ব্যবস্থা করা হয়েছে। নমাজ পাঠে অংশ নিয়েছেন কয়েক হাজার মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ। এছাড়াও খিদিরপুর, গার্ডেনরিচ, আনোয়ারশাহ রোডের কাছে মানুষ নামাজ পাঠে অংশগ্রহণ করেছেন।
রাজ্যের সঙ্গে সারা দেশজুড়েই মুসলিম ধর্মাবলম্বীরা সামিল হয়েছেন এই উৎসবে। দিল্লি থেকে পাটনা নামাজ পাঠ শুরু হ্যে গেছে সর্বত্র। উৎসবের ছোঁয়া লেগেছে বি টাউন থেকে ময়দানে। টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন কিং খান। মইনুদ্দিন চিস্তিতে ইদের নামজে অংশগ্রহণ করেছেন এ আর রহমান। ময়দানে রহিম নবিরাও আজ ব্যস্ত ইদ পালনে। প্রশাসনের তরফে শান্তি শৃঙখলা বজায় রাখতে রাখা হয়েছে বিশেষ নিরাপত্তা।
ইসলামিক ক্যালেন্ডারের শেষ মাসের দশম দিনে এই কুরবানির ইদ হয়। ইব্রাহিম তাঁর একমাত্র পুত্র ইসমাহেলকে আল্লহ্‌র উদ্দেশ্যে দান করেন। আল্লাহ্‌ ইব্রাহিমের তাঁর প্রতি শ্রদ্ধা দেখে ইসমাহেলকে ফিরিয়ে দেন এবং ইব্রাহিম কে বলেন তাঁর উদ্দেশ্যে ছাগল দান করতে। ওল্ড টেস্টামেন্ট অনুযায়ি এর পর থেকেই মুস্লিম সম্প্রদায়ের মধ্যে কুরবানির ইদের প্রচলন হয়।

.