কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে সোমবার শপথগ্রহণ কুমারস্বামীর, মমতাকে আমন্ত্রণ

কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার পুত্র এইচ ডি কুমারস্বামী।

Updated By: May 19, 2018, 08:41 PM IST
কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে সোমবার শপথগ্রহণ কুমারস্বামীর, মমতাকে আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদন: ইয়েদুরাপ্পা রণেভঙ্গ দেওয়ার পর কর্ণাটকের মসনদে বসতে চলেছেন কুমারস্বামী। কংগ্রেস-জেডিএস জোটের নেতা কুমারস্বামীকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যপাল বাজুভাই বালা। সোমবার ১২ থেকে ১টা পর্যন্ত চলবে শপথগ্রহণ অনুষ্ঠান। কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার পুত্র এইচ ডি কুমারস্বামী।

ইয়েদুরাপ্পার ইস্তফার পরই টুইটারে কুমারস্বামীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে দেবগৌড়া পুত্রকে ফোনে পরামর্শও দিয়েছিলেন তিনি। বিজেপির থেকে কীভাবে জয় ছিনিয়ে আনতে হবে, বাতলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন কুমারস্বামী। তাঁর কথায়, ''মমতা বন্দ্যোপাধ্যায়, চন্দ্রবাবু নাইডু ও কেসি রাও আমায় শুভেচ্ছা জানিয়েছেন। আর্শীবাদ করেছেন মায়াবতীও। শপথগ্রহণ অনুষ্ঠানে আঞ্চলিক দলগুলিকে আমন্ত্রণ জানিয়েছি। ব্যক্তিগতভাবে সনিয়া এবং রাহুল গান্ধীকেও অনুষ্ঠানে থাকার অনুরোধ করেছি।''

রাজনৈতিক মহলের মতে, ২০১৯ সালের আগে কর্ণাটকে বিজেপির রথের চাকা বসিয়ে দিতে পেরেছে কংগ্রেস। এর পাশাপাশি বিজেপির বিরুদ্ধে জোট রাজনীতির প্রাসঙ্গিকতা আরও একবার বুঝিয়ে দিয়েছে। ফলে আরও একবার মোদী বিরোধী জোটের সলতে পাকানোর মঞ্চ হয়ে উঠতে চলেছে কুমারস্বামীর শপথগ্রহণ অনুষ্ঠান।

আরও পড়ুন- অনৈতিক কাজ করবেন না, সসম্মানে বিদায় নিন, ইয়েদ্দিকে নির্দেশ মোদী-শাহের    

.