পদ্মশ্রী জলপাইগুড়ির করিমুল হক

করিমুল হক। পেশায় চা বাগানের শ্রমিক। বাড়ি জলপাইগুড়ির ধলাবাড়ি গ্রামে। তখন তাঁর এলাকায় কোনও অ্যাম্বুল্যান্স ছিল না। বাঁচাতে পারেননি নিজের অসুস্থ মাকে। এরপর নিজের বাইকটাকেই অ্যাম্বুল্যান্স বানিয়ে ফেলেছিলেন করিমুল। শুরু হয় তাঁর অন্য এক জীবন।

Updated By: Jan 25, 2017, 05:31 PM IST
পদ্মশ্রী জলপাইগুড়ির করিমুল হক

ওয়েব ডেস্ক: করিমুল হক। পেশায় চা বাগানের শ্রমিক। বাড়ি জলপাইগুড়ির ধলাবাড়ি গ্রামে। তখন তাঁর এলাকায় কোনও অ্যাম্বুল্যান্স ছিল না। বাঁচাতে পারেননি নিজের অসুস্থ মাকে। এরপর নিজের বাইকটাকেই অ্যাম্বুল্যান্স বানিয়ে ফেলেছিলেন করিমুল। শুরু হয় তাঁর অন্য এক জীবন।

যখনই গরিব পরিবার থেকে ডাক পেয়েছেন, মুমুর্ষুকে বাইক অ্যাম্বুল্যান্সে চাপিয়ে পৌছে দিয়েছেন হাসপাতালে। একাজে রাতদিন বিচার করেননি তিনি। এভাবে করিমুল বাঁচিয়েছেন তিন হাজার বিপন্ন প্রাণ। ধলাবাড়ির আশপাশের ২০টা গ্রামের বাসিন্দাদের একমাত্র ভরসা কারিমুলের বাইক অ্যাম্বুল্যান্স। করিমুলের এই ভূমিকার জন্য ২০১‍‍১ সালে তাঁকে অনন্য সাধারণের স্বীকৃতি দিয়েছিল ২৪ ঘণ্টা। আজ করিমুলের প্রয়াসকে কুর্নিশ জানাচ্ছে কেন্দ্রীয় সরকার। এবছরের পদ্মশ্রী সম্মান পাচ্ছেন জলপাইগুড়ির করিমুল হক।

আরও পড়ুন- নেতাজি, মোদীজি, বহেনজি'র বিরুদ্ধে জিততে হলে এটাই করতে হবে ৯৫ বছরের বৃদ্ধাকে

.