জেনে নিন এখন কোথায় টাকা রাখা ভালো!

ব্যাঙ্কে কম সুদ। শেয়ার বাজারে ভরসা কম। তাই বলে তো আর ঘরে টাকা ফেলে রাখা যায় না। তা হলে আপনার কষ্টের সঞ্চয়ের গতি কী হবে? বিশেষজ্ঞরা বলছেন, এটাই সুযোগ। একটু অন্যরকম ভাবতে পারলেই ভাল দাঁও মারার রাস্তা খোলা। নোট বাতিলের পর ব্যাঙ্কের হাতে উপচে পড়ছে টাকা। সুদ কমাচ্ছে ব্যাঙ্ক। পোস্ট অফিসে টাকা রেখেও এখন আর আগের মতো লাভ নেই।

Updated By: Dec 14, 2016, 11:43 PM IST
জেনে নিন এখন কোথায় টাকা রাখা ভালো!
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : ব্যাঙ্কে কম সুদ। শেয়ার বাজারে ভরসা কম। তাই বলে তো আর ঘরে টাকা ফেলে রাখা যায় না। তা হলে আপনার কষ্টের সঞ্চয়ের গতি কী হবে? বিশেষজ্ঞরা বলছেন, এটাই সুযোগ। একটু অন্যরকম ভাবতে পারলেই ভাল দাঁও মারার রাস্তা খোলা। নোট বাতিলের পর ব্যাঙ্কের হাতে উপচে পড়ছে টাকা। সুদ কমাচ্ছে ব্যাঙ্ক। পোস্ট অফিসে টাকা রেখেও এখন আর আগের মতো লাভ নেই।

শেয়ার বাজার রোজ ওঠানামা করছে। তাহলে কোথায় রাখবেন আপনার কষ্টের সঞ্চয়? আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, একটু আউট অফ দ্য বক্স ভাবতে পারলেই নিশ্চিন্ত ভবিষ্যতের দিকে এগোতে
পারবেন আপনি। ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে সুদের হার নেমে এসেছে সাত শতাংশের কাছাকাছি। বেশি সুদ পেতে আপনার সামনে খোলা বিনিয়োগের অন্যান্য রাস্তা। সরকারি বন্ড। করযোগ্য হলেও ৮% হারে আপনি সুদ পাবেন। বাজার থেকে করমুক্ত বন্ডও কিনতে পারেন আপনি। ইল্ড প্রায় ৭%। বন্ড ফান্ড। এখানেও রিটার্ন ৮%। ৩ বছর ধরে রাখলে মিলবে করের সুবিধাও।

আরও পড়ুন- মোবাইল গেমে ম্যালওয়ারের মাধ্যমে ভারতের প্রতিরক্ষা তথ্য জেনে নিচ্ছে ISI!

ট্রিপল A রেটিংয়ের কর্পোরেট বন্ডেও আপনি লগ্নি করতে পারেন। সুদ পেতে পারেন ৯%। নতুন ইস্যু বা খোলা বাজার থেকে কেনা যায়। ট্রিপল A রেটিং-যুক্ত গৃহঋণ সংস্থার নানা স্কিমে টাকা রেখেও মিলতে পারে ৭.৫% থেকে ৮.১৫% সুদ। আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, অস্থির বাজারে বড় দাঁও মারতে সোনা হতে পারে আপনার পছন্দের লগ্নি। নোট বাতিলের পর সোনার দাম পড়েছে প্রায় ৭.৫%। ১০ গ্রাম সোনার দাম নেমে এসেছে ২৮ হাজার টাকায় যা গত ১০ মাসে সবচেয়ে কম।  

এখন সোনার দাম কম থাকায় ভবিষ্যতে ভাল রিটার্ন পেতে গোল্ড ETF-এ টাকা ঢালা যেতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। নোট বাতিলের পর কালো টাকার কারবারিরা ভয় পেয়েছেন। নগদের অভাবে কিছুটা হলেও থমকে গেছে অর্থনীতির স্বাভাবিক গতি। কমছে জমি-বাড়ির দাম। দেশের বড় শহরগুলির পরিংখ্যান বলছে, পড়ে থাকা ফ্ল্যাটের সংখ্যা প্রচুর। ২৫ লাখ থেকে ১ কোটি বা তার বেশি দামের ফ্ল্যাটের বড় একটা
অংশ বিক্রি হয়নি। নোট বাতিলের জেরে ফ্ল্যাটের বিক্রি কমেছে। এই সুযোগে প্রোমোটারের সঙ্গে দরদাম করে কিছুটা সস্তায় ফ্ল্যাট কেনার চেষ্টা করতে পারেন। খোঁজ রাখলে কম দামে পেয়ে যেতে পারেন জমিও।

মার্কিন শীর্ষ ব্যাঙ্ক ফেডারাল রিজার্ভের সুদ বাড়ানোর সম্ভাবনা, নোট বাতিলের জেরে নানা সংস্থার আয় কমার আশঙ্কায় এখন শেয়ার বাজারে ওঠানামা চলবে বলেই মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা। তাঁদের পরামর্শ
দাম কম থাকলে ভাল শেয়ারে দীর্ঘমেয়াদী লগ্নি এনে দেবে গুড রিটার্ন। ষাটোর্ধ্ব নাগরিকরা ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের আওতায় সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে টাকা রেখেও ভবিষ্যতে ভাল আয় করতে পারেন।

.