বাজেটের সেরা ১৫ প্রাপ্তি

রেল বাজেট শেষ। দ্বিতীয় বার বাজেট পেশ করলেন সুরেশ প্রভাকর প্রভু। কিন্তু কি আছে বাজেটে? যাত্রীভাড়া বাড়ল না কমল? নতুন কোনও ট্রেন কি চালু হবে? রাজ্যের ভাঁড়ারে কী এল? এক ঝলকে জেনে নিন বাজেটের সেরা ১৫ প্রাপ্তিঃ-

Updated By: Feb 25, 2016, 06:49 PM IST
বাজেটের সেরা ১৫ প্রাপ্তি

ওয়েব ডেস্ক:  রেল বাজেট শেষ। দ্বিতীয় বার বাজেট পেশ করলেন সুরেশ প্রভাকর প্রভু। কিন্তু কি আছে বাজেটে? যাত্রীভাড়া বাড়ল না কমল? নতুন কোনও ট্রেন কি চালু হবে? রাজ্যের ভাঁড়ারে কী এল? এক ঝলকে জেনে নিন বাজেটের সেরা ১৫ প্রাপ্তিঃ-

১. চারটি নতুন ট্রেন। শীততাপ নিয়ন্ত্রিত হামসফর এক্সপ্রেস, ডাবল ডেকার ট্রেন উদয়, অসংরক্ষিত ট্রেন অন্তোদ্যয় এবং তেজস।
২. মহিলা ও প্রবীণদের জন্য থাকছে সংরক্ষণ। কামরার ৫০ শতাংশ লোয়ার বার্থ প্রবীণদের জন্য এবং ৩৩ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষণ করা হবে।
৩. তিনটি ফ্রেট করিডর তৈরি হবে। খড়্গপুর- মুম্বই, খড়্গপুর- বিজয়ওয়াড়া এবং দিল্লি-চেন্নই।
৪. ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্প্রসারণ। প্রথম পর্যায়ের কাজ শেষ হবে ২০১৮-র জুন মাসের মধ্যে।
৫. মায়েদের সুবিধার জন্য ট্রেনেই মিলবে বেবি ফুড, গরম জল ও গরম দুধ।
৬. আগামী বছর ২ হাজার ৮০০ কিমি নতুন লাইন বসানো হবে।
৭. মহিলাদের সুরক্ষার জন্য ৩১১টি স্টেশনে বসানো হবে সিসিটিভি। এছাড়াও একা সফররত মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে কামরার মাঝের অংশ।
৮. শিয়ালদহে হবে নতুন প্ল্যাটফর্ম ৯সি এবং হাওড়ায় নতুন প্ল্যাটফর্ম ২৪। এই প্রকল্পে বরাদ্দ যথাক্রমে ৫০ লক্ষ ও ৬০ লক্ষ।
৯. মহিলা যাত্রীদের হেল্পলাইন নম্বর ১৮২। এবং টিকিট বাতিলের হেল্পলাইন নম্বর ১৩৯।
১০. বাড়ছে না যাত্রী ভাড়া। একই থাকছে পণ্য মাশুলও।

পড়ুন “BJP-র আমলে বেলাইন রেল”, কটাক্ষ লালুর
১১. নজর দেওয়া হয়েছে যাত্রী স্বচ্ছন্দের অপর। SMS-এই মিলবে 'ক্লিন মাই কোচ'। বিনোদনের জন্য থাকবে এফ এম।
১২. ১০০টি স্টেশনে চালু হবে ওয়াই ফাই। জেনারেল কামরাতেও থাকবে মোবাইল চার্জের সুবিধা।
১৩. মেক ইন ইন্ডিয়া প্রকল্পে তৈরি হবে দুটি ইঞ্জিন কারখানা।
১৪. ২০২০-র মধ্যে 'যখন চাইবেন তখন টিকিট' পরিষেবা চালু হবে।
১৫. আয়ের লক্ষ্যমাত্রা ৮ হাজার ৭২০ কোটি টাকা ধার্য করা হয়েছে।

.