অন্ধ্র পুলিসের আছে আত্মসমর্পন ছত্তিসগড়ের শীর্ষ মাওবাদী নেতা গুদসা উসান্ডির
বড় সাফল্য পেল অন্ধ্র পুলিস। নকশাল নেতা ও মেওবাদী মুখপাত্র তাঁর স্ত্রীকে নিয়ে আত্মসমর্পন করলেন অন্ধ্র পুলিসের কাছে। গুদসা উসান্ডি ওরফে জিভিকে প্রসাদ দণ্ডকারণ্য স্পেশল জোনাল কমিটির দায়িত্ব ছিলেন। ২০ লক্ষ টাকা ছিল মাথার দাম। তিনি আজ পুলিসের কাছে আত্মসমর্পন করেন।
Updated By: Jan 8, 2014, 05:42 PM IST
বড় সাফল্য পেল অন্ধ্র পুলিস। নকশাল নেতা ও মেওবাদী মুখপাত্র তাঁর স্ত্রীকে নিয়ে আত্মসমর্পন করলেন অন্ধ্র পুলিসের কাছে। গুদসা উসান্ডি ওরফে জিভিকে প্রসাদ দণ্ডকারণ্য স্পেশল জোনাল কমিটির দায়িত্ব ছিলেন। ২০ লক্ষ টাকা ছিল মাথার দাম। তিনি আজ পুলিসের কাছে আত্মসমর্পন করেন।
অন্ধ্র পুলিস সংবাদ সংস্থা পিটিআইকে এই খবর জানিয়েছে। পুলিস এও জানিয়েছে গত ২৫ বছর ধরে ছত্তিসগড়ের মাও প্রভাবিত অঞ্চলে লাগাতার নাশকতা চালিয়েছেন উসান্ডি। সেখানে নিষিদ্ধ সংগঠনটির শক্তি বাড়াতে কাজ করে গিয়েছেন এই শির্ষ নেতা।