Bhuban Badyakar's Kacha Badam: ভুবন বাদ্যকরের 'কাঁচা বাদাম' গানে এবার পুলিসের নাচ! কী বললেন নেটিজেনরা?

দেখুন পুলিস কর্মীদের নাচের সেই ভাইরাল ভিডিও

Updated By: Mar 24, 2022, 04:38 PM IST
Bhuban Badyakar's Kacha Badam: ভুবন বাদ্যকরের 'কাঁচা বাদাম' গানে এবার পুলিসের নাচ! কী বললেন নেটিজেনরা?

নিজস্ব প্রতিবেদন: বীরভূমের ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar) 'কাঁচা বাদাম' (Kacha Badam) গানটি যে এ বছরের অন্যতম সেরা ভাইরাল কন্টেন্ট এ কথা বলার অপেক্ষা রাখে না। গোটা বিশ্বকে নাচিয়ে ছেড়েছে এই গান। গ্রামের একজন বাদাম বিক্রেতা থেকে রাতারাতি সুপারস্টার হয়ে গিয়েছেন ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)।

এবার সেই 'কাঁচা বাদাম' (Kacha Badam) গানে কোমর দোলালেন কেরলের পুলিস কর্মীরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। 'কাঁচা বাদাম' (Kacha Badam) গানের সিগনেচার স্টেপস করার চেষ্টা করলেন তাঁরা। 

টুইটারে কেরল পুলিসের নাচের ভিডিওটি শেয়ার করেছেন একজন। সেখানে দেখা যায় খাঁকি পোশাতে ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar) 'কাঁচা বাদাম' (Kacha Badam) গানে কোমর দোলাচ্ছেন কেরল পুলিসের বেশ কয়েকজন কর্মী। জানা গিয়েছে কোচির হোটেল ডিউল্যান্ডের প্রবেশ পথে ভিডিওটি শুট করা হয়েছিল। 

আরও পড়ুন: Civil Aviation: ২০২৫-এ ২২০ বিমানবন্দর, নতুন লক্ষ্য কেন্দ্রীয় সরকারের

আরও পড়ুন: দিল্লি দাঙ্গা মামলায় জামিনের আবেদন খারিজ উমর খালিদের, জেলেই থাকতে হবে JNU-র প্রাক্তন ছাত্র নেতাকে

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.