সুশাসনের নিরিখে একেবারে লাস্ট বেঞ্চে উত্তর প্রদেশ!

দারুণ মন খারাপ হবে বিজেপির, অনুমান রাজনৈতিক মহলের

Updated By: Oct 31, 2020, 04:39 PM IST
সুশাসনের নিরিখে একেবারে লাস্ট বেঞ্চে উত্তর প্রদেশ!

নিজস্ব প্রতিবেদন: সুশাসনের বিবেচনায় কেরল ভারতের সেরা রাজ্য। এ দিকে সব চেয়ে খারাপ স্কোর করেছে উত্তর প্রদেশ! 

বেঙ্গালুরুর একটি বেসরকারি প্রতিষ্ঠান 'পাবলিক অ্যাফেয়ার্স সেন্টার' আজ, শনিবারে প্রকাশ করেছে তাদের 'পাবলিক অ্যাফেয়ার্স ইনডেক্স-২০২০'। সেখান থেকেই জানা যাচ্ছে এমন তথ্য।

'পাবলিক অ্যাফেয়ার্স সেন্টার' বেঙ্গালুরুর একটি অলাভজনক বেসরকারি প্রতিষ্ঠান। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার ভূতপূর্ব চেয়ারম্যান কৃষ্ণস্বামী কস্তুরীরঙ্গন এই কেন্দ্রের সভাপতি। সর্ব ভারতীয় এক বৈদ্যুতিন মাধ্যমের একটি খবর থেকে জানা যায়, কস্তুরীরঙ্গন জানান, উন্নয়নের ভিত্তিতেই সাধারণত রাজ্যগুলির সুশাসনের সূচক নির্ধারণ করা হয়।

সেই সূচকের নিরিখে সুশাসনে এগিয়ে আছে দক্ষিণাঞ্চলেরই চার রাজ্য। কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক। উত্তর প্রদেশ, ওড়িশা ও বিহার র‍্যাঙ্কিংয়ে একেবারে নীচের সারিতে। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সুশাসনের দিক দিয়ে সব চেয়ে এগিয়ে চণ্ডীগড়। এরপর পণ্ডিচেরি। আন্দামান, জম্মু ও কাশ্মীর এবং নিকোবর এলাকা পিছিয়ে রয়েছে।

আরও পড়ুন: একুশের আগে সংগঠনে জোর BJP-র, নভেম্বরের শুরুতেই রাজ্যে শাহ

.